শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২১ মে, ২০১৮, ১০:০৬ দুপুর
আপডেট : ২১ মে, ২০১৮, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানের বাম্পার ফলন পাওয়ায় খুশি রংপুরে কৃষকরা

মোস্তাফিজার রহমান বাবলু: রংপুরের কৃষকরা চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন পাওয়ায় খুশি হয়েছে । বৈরি আবহাওয়া ও শ্রমিক সংকটে চাষীরা মাঠের সোনালী পাকা ধান ঘরে তুলতে বিপাকে পড়েছে ।

এবারে রংপুর জেলায় ১ লাখ ৩৬ হাজার হেক্টর জমিতে বোরো ধান পাকলেও কাটা হয়েছে অর্ধেকের কম। প্রতিকূল আবহাওয়া ও ব্যয় সাশ্রয়ে কৃষি বিভাগের খামার যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে ফসল কর্তনের সুযোগ পাওয়ায় ধান কাটামাড়াইতে ব্যস্ত হয়ে পড়েছে চাষীরা। বেড়েছে নতুন সম্ভাবনা। সোনালী বোরো ধানে ভরে আছে রংপুরের মাঠ। এবার আগাম বৃষ্টিপাত ও আবহাওয়া প্রতিকূল থাকায় পাকা ধান ঘরে তুলতে দূর্ভোগে পড়েছে জেলার কিষাণ- কিষানীরা।

তার উপর শ্রমিক সংকটে ব্যয় বাড়লেও ঘরে ধান তোলা নিয়ে শংকায় কৃষককুল। তবে, সীমিত ভাবে কম্বাইন্ড হারভেষ্ট ছোট বড় মেশিনে ধান কাটা মাড়াইয়ে দেখা দিয়েছে আশার আলো। কৃষি বিভাগের খামার যান্ত্রিকীকরণ ও ফসল উৎপাদনে ভর্তুকি প্রদানে কেটে যাচ্ছে সংকট সমস্যা,বাড়ছে বিপুল সম্ভাবনা। জেলা পর্যায়ে ৫০টি হার্ভেষ্ট মেশিন দিয়ে দ্রুত সময়ে ধান কাটা সম্ভব হলে চাষীদের ঘরে উঠবে ৯ লাখ মেট্রিক টন ধান,যা থেকে পাওয়া যাবে ৬ লাখ মেট্রিক টন চাল।

জেলায় চলতি বোরো মৌসুমে ১ লাখ ৩৬ হাজার হেক্টরের বেশি জমিতে ধান পাকলেও কাটা হয়েছে মাত্র ৩ ভাগের ১ ভাগ । এখনও বেশি ভাগ জমিতে ধান পাকলেও বৈরি আবহাওয়া ও শ্রমিক সংকটে দেখা দিয়েছে বড় বাধা। এ থেকে উত্তরণে কৃষি বিভাগের অর্ধেক ভর্তুকি মূল্যে ধান কাটামাড়াই মেশিন কৃষকের দোড়গোড়ায় পৌছাতে ব্যয়,সময় ও শ্রমিক সংকট লাঘবে চলছে ব্যাপক উদ্যোগ। এতে খুশি কৃষকরা।

রংপুর জেলায় প্রথম পর্যায়ে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজ্জীবন গ্রামে ধান কাটামাড়াই,ঔষুধি সব্জি সজিনা ও বিচি কলার চারা রোপন এবং খামার যান্ত্রিকীকরণে মেশিন ব্যবহারে কিষাণ- কিষানীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয় মাঠ দিবস। এতে জেলার কৃষি বিভাগ ও চাষীরা অংশ নেওয়ায় খামার যান্ত্রিকীকরণে সরকারি উদ্যোগ বাস্তাবায়নে বেড়েছে বিপুল সম্ভাবনা।

কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক ড. মো. সরওয়ারুল হক ও পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান জানান,ভর্তুকি মুল্যে বীজ বোনা, চারা রোপন ও কাটামাড়াই মেশিন সংগ্রহে চাষীদের উদ্বুদ্ধ করার প্রচেষ্টা নেয়া হয়েছে। দল গঠন করে ৭ লক্ষ্য টাকার হারভেষ্ট মেশিন অর্ধেক মূল্য সাড়ে ৩ লক্ষ্য টকায় কিনতে চাষীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ফলে কৃষিতে জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং উদ্বৃত্ত শষ্য ভান্ডার খ্যাত রংপুরে ধান কাটা মাড়াই সমস্যা লাঘবে এগিয়ে যাবে সমৃদ্ধির নতুন উচ্চতায় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়