শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২১ মে, ২০১৮, ০৫:৫০ সকাল
আপডেট : ২১ মে, ২০১৮, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডের রাজকন্যা চট্টগ্রামে বিন্নাঘাস লাগাতে আসছেন ৩০ মে

মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম: বর্ষা এলেই চট্টগ্রামের কোনো না কোনো স্থানে পাহাড় ধসে পড়ার ঘটনা ঘটে। আর এতে প্রাণহানির ঘটনাও ঘটে। প্রবল বৃষ্টিপাতে মাটি নরম হয়ে পাহাড় ধসে পড়ে চট্টগ্রাম নগরী ও জেলায় গত ১৫ বছরে ৩০০ জনের মৃত্যু হয়েছে। পাহাড়ের পাদদেশ কাঁচা ও সেমিপাকা ঘর নির্মাণ করে বসবাস করা কারণে এই দূর্ঘটনা হয় বলে পরিবেশবাদী সংগঠন বেলা সূত্র জানা গেছে।

চট্টগ্রাম নগরে পাহাড়ধস ও ভূমিক্ষয় ঠেকাতে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বিন্নাঘাস লাগানোর প্রকল্প বাস্তবায়নে নানা কর্মপরিকল্পনা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কপোরেশন (চসিক)। এই প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন থাইল্যান্ড সরকার। ৩০ মে বিন্নাঘাসের এ পাইলট প্রকল্প উদ্বোধনে থাইল্যান্ডের রাজকন্যা প্রিন্সেস শিরিন ধর্ন চট্টগ্রামে আসবেন বলে চসিক সূত্র জানিয়েছেন। ওই দিন ভেটিভার নার্সারী ও প্যাভিলিয়ন উদ্বোধন করবেন থাইল্যান্ডের রাজকন্যা প্রিন্সেস শিরিনধর্ন।গতকাল  রোববার সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে থাই রাজকন্যা চট্টগ্রামে এসে ভেটিভার নার্সারী ও প্যাভিলিয়ন উদ্বোধন বলে জানান রাষ্ট্রদূত পানপিমন সোয়ান্নাপাংচের। পাহাড়ে এই জাদুর ঘাস খ্যাত ভেটিভার বা বিন্না ঘাস লাগিয়ে পাহাড়ের মাটি শক্ত করবে এবং ক্ষয়রোধ করে দূষণ ও ধস ঠেকানো সম্ভব! এজন্য চট্টগ্রামে ‘ভেটিভার সেন্টার’ উদ্বোধন করবেন থাইল্যান্ডের রাজকন্যা প্রিন্সেস শিরিনধর্ন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী টাইগারপাস মেয়র বাংলো হিল, জিইসির বর্মা হিল, ফয়েস লেক সিটি হিল, ফয়েস লেক বঙ্গবন্ধু হিল, আকবরশাহ হিলে বিন্না ঘাসের পাইলট প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সিটি কর্পোরেশন। অন্যদিকে ভেটিভার সেন্টার স্থাপন প্রকল্প বাস্তবায়নে বুয়েটের প্রফেসর ড. শরীফুল ইসলাম কাজ করছেন। তার সঙ্গে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিমও দায়িত্বে থাকবেন। চসিক সূত্র জানায়, নগরীর পাহাড়ের মাটি-বালু ক্ষয়রোধ ঠেকাতে ভেটিভার বা বিন্না ঘাস লাগানোর প্রকল্প নেয়া হয়েছে।

যেসব পাহাড় থেকে বৃষ্টির পানির সঙ্গে অতিমাত্রায় মাটি ও বালু নেমে নালা-নর্দমা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেগুলোতে এই বিশেষ ধরনের ঘাস লাগানো হবে।প্রাথমিক পর্যায়ে গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন বার্মা হাজী পাহাড়, খুলশী পাহাড় এবং টাইগার পাস মোড়সংলগ্ন দুটি পাহাড়সহ চারটি পাহাড়ে বিন্না ঘাস লাগানো হবে।

চসিকের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, স্বল্প খরচে আবাসন, বাঁধ রক্ষা, পাহাড় ধস ঠেকানো এবং নদীদূষণ কমানোর জন্য পরিবেশবান্ধব ও আবহাওয়া উপযোগী ‘বিন্না ঘাস’। এ প্রকল্পে টেকনিক্যাল সাপোর্ট দেবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম। চসিকের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ বলেন, নগরীর ন্যাড়া পাহাড়গুলোতে বিন্না ঘাস দিয়ে পরিবেশসম্মত উপায়ে ট্রিটম্যান করা হবে।

তিনি বলেন, দেখতে ছনের পাতার মতো এ ঘাসের শিকড় অনেক লম্বা হয়। মাত্র ৪ থেকে ৬ মাসেই মাটির ছয় থেকে বার ফুট গভীরে শিকড় চলে যায়, চার পাশে অনেক এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। একটা শিকড়ের সহনশক্তি ইস্পাতের ছয় ভাগের এক ভাগ। অর্থাৎ ছয়টা শিকড় একসঙ্গে করলে এটি ইস্পাতের মতোই শক্তিশালী। অত্যন্ত প্রতিকূল পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নেয়ার ক্ষমতা আছে এ ঘাসের। এদিকে থাইল্যান্ডের রাজকন্যা চট্টগ্রামে স্থাপত্য শিল্পের প্রাচীন নিদর্শন কোর্ট বিল্ডিং, সিআরবি ও জাদুঘর পরিদর্শন করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়