শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২১ মে, ২০১৮, ০৫:৫১ সকাল
আপডেট : ২১ মে, ২০১৮, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যে ভারসাম্য আনতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি করবে চীন

নূর মাজিদ: বাণিজ্য যুদ্ধ এড়াতে চীন ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। এই লক্ষ্যে তারা শনিবার একটি সমঝোতাতে পৌঁছতেও সমর্থ হয়েছে। বর্তমানে চীনের ভাইস প্রেসিডেন্ট লিউ হে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র সফর করছেন। বৃহস্পতি ও শুক্রবারের আনুষ্ঠানিক এই সফর দুই দেশের বানিজ্য সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া সর্বোচ্চ
পর্যায়ের পদক্ষেপ।

এদিকে সফরকারী চীনা প্রতিনিধি দলটির সঙ্গে আন্তরিক তবে উত্তেজনাপূর্ণ বৈঠকের পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সমঝোতায় পৌঁছতে সক্ষম হন। বার্তা সংস্থা শিনহুয়া জানায়, চীন যুক্তরাষ্ট্র থেকে তার আমদানিকৃত পণ্যের মাত্রা বৃদ্ধি করতে সম্মত হয়েছে। এর মাধ্যমে তারা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা কমিয়ে আনবে।

বিশেষত, যুক্তরাষ্ট্র থেকে কৃষি ও ইলেক্ট্রনিকস পণ্য অধিক পরিমাণে আমদানি করতে সম্মতি দিয়েছে চীন।

শুক্রবার বৈঠক শেষে একটি বিবৃতিতে চীনা প্রতিনিধিরা জানান, "চীনা জনগণের ভোগ্যপণ্যের চাহিদা পূরন করতে এবং উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের মাত্রা বৃদ্ধি করবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।"

সা¤প্রতিক সময়ে বিশ্বের বৃহৎ এই দুই অর্থনৈতিক শক্তির পাল্টপাল্টি করারোপের প্রক্রিয়ায় বানিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়, এরপরেই উত্তেজনা কমিয়ে আনতে চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত যুক্তরাষ্ট্র সফর করেন এবং এর পরে একটি উচ্চ পর্যায়ের মার্কিন ক‚টনীতিক ও বাণিজ্যিক প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করেন। সা¤প্রতিক চীনা ভাইস প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর এই প্রক্রিয়ারই অংশ। ইয়ন নিউজ/ সিএনএন/ বিজনেস ইনসাইডার

  • সর্বশেষ
  • জনপ্রিয়