শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ মে, ২০১৮, ০৫:৪৮ সকাল
আপডেট : ২১ মে, ২০১৮, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেঁচে আছেন আল-বাগদাদি, পরিকল্পনা করছেন নতুন মিশনের: মার্কিন গোয়েন্দা

 

নূর মাজিদ: মার্কিন সেনাবাহিনীর সন্ত্রাসবাদবিরোধী ইউনিটের শীর্ষ কর্মকর্তারা মনে করেন, কুখ্যাত জঙ্গি সংঠনের নেতা আবু বকর আল-বাগদাদি এখনো জীবিত আছেন। এমনকি তিনি তার কোণঠাসা হয়ে পড়া সংগঠনটির সদস্যদের নিয়ে নতুন অভিযানের পরিকল্পনাও করছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের সংবাদ মাধ্যম স্টারস এন্ড স্ট্রাইপস তাদের সা¤প্রতিক এক প্রতিবেদনে তাদের এমন উদ্বেগের কথা জানিয়েছে। এই প্রতিবেদনে আল-বাগদাদি এবার স্কুল-পড়ুয়া শিশুদের ব্যবহার করেই হামলার পরিকল্পনা করছে বলে জানানো হয়েছে।

এই বছরের শুরুতে ইরাকি এবং তুর্কি সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা সিরিয়ার দেইর আজ-জৌর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় তাদের হাতে আইএস এর এক শীর্ষ নেতা আটক হয়। জিজ্ঞাসাবাদে সে তুর্কি কর্মকর্তাদের জানায়, মূলত সংগঠনটির নেতা আবু বকর আল-বাগদাদির আহŸানে সাড়া দিয়ে সেখানে আইএস এর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আল-বাগদাদি এবার স্কুলের ছোট ছোট শিশুদের ব্যবহার করে হামলা চালানোর বিষয়ে তার পরিকল্পনার কথা জানায়। জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, বৈঠকে যোগদান শেষে ফেরার পথেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আইএস নেতার দেয়া এমন তথ্যে চরম বিস্মিত হয় ইরাকি এবং তুর্কি সেনাবাহিনী। সমগ্র বিশ্বের সন্ত্রাসবাদ বিশেষজ্ঞদের ধারনা ছিলো গত বছরে এক বিমান হামলায় আল- বাগদাদি নিহত হয়েছিলো। পশ্চিমা সমর্থনপুষ্ট সিরিয়ান হিউম্যান রাইটস গ্রæপও তখন এই তথ্যকে নিশ্চিত করে।

স্টারস এন্ড স্ট্রাইপস জানায়, মার্কিন গোয়েন্দাদের কাছে একটি ভিডিও টেপ রয়েছে। সেখানে আবু জাইদ আল-ইরাকি নামের অপর এক শীর্ষ আইএস নেতা ঐ মিটিংয়ে যে আল-বাগদাদি উপস্থিত ছিলো সে বিষয়টি নিশ্চিত করে বক্তব্য দিয়েছে। স্টারস এন্ড স্ট্রাইপস

  • সর্বশেষ
  • জনপ্রিয়