শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ মে, ২০১৮, ০৫:৫৮ সকাল
আপডেট : ২১ মে, ২০১৮, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মাদকের শিকড়-বাকড়সহ তুলে নিয়ে আসব’

ডেস্ক রিপোর্ট : র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন,  ‘মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত স্পষ্ট। মাদকের খুচরা বিক্রেতা থেকে শুরু করে ডিলার পর্যন্ত, সে যেই হোক, তাকে এই কাজ ছাড়তে হবে। মাদকের শিকড়-বাকড়সহ তুলে নিয়ে আসব। কেউ আমাদের অপারেশনের বাইরে নয়।’

রবিবার (২০ মে) দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে 'চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে' শীর্ষক র‌্যাবের দেশব্যপী সচেতনতা কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে জাতিগত যুদ্ধ করতে হবে। ৭১ সালের পর বিভিন্ন ঐক্যবদ্ধ যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। এবারও আশা করি এর একটা ভালো ফল পাব, বিজয়ী হবো।’

দেশকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়ে র‌্যাবের ডিজি বলেন, ‘আইনের সবদিক ব্যবহার করে সবাই মিলে এর মোকাবিলা করবো।’ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যপী ১০ লাখ পোস্টার-লিফলেট বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।

এ অনুষ্ঠানে দেশের ভবিষ্যৎ মেধাকে রক্ষা করতে মাদক দমন করতেই হবে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ-র‌্যাব অভিযান পরিচালনা করছে। এটা সবসময় চলবেই। জনগণকে সঙ্গে নিয়ে মাদককে রুখবোই।’

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমানতালে অভিযান চলবে বলে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। প্রধনমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে অভিযান চলছে।’ তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণাসহ যা যা করা দরকার, তার সবকিছু করা হবে। পাশাপাশি অভিযান চলবে।জনগণকে সম্পৃক্ত করে যেকোনও মূল্যে মাদক রুখে দাঁড়াবো।’

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়