শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ মে, ২০১৮, ০৫:২৪ সকাল
আপডেট : ২১ মে, ২০১৮, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে নয়ার জার্মানির জন্য ‘বিরাট ঝুঁকি’: কান

স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে গত সেপ্টেম্বর থেকে মাঠে ছিলেন না মানুয়েল নয়ার। তারপরও বিশ্বকাপের প্রাথমিক দলে সুযোগ হয়েছে জার্মানির এই বিশ্ব জয়ী গোলরক্ষকের। রাশিয়াতে শিরোপা ধরে রাখার মিশনে নামার ঠিক এক মাস আগে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছেন তিনি। কিন্তু তার ওপর খুব একটা ভরসা রাখতে পারছেন না সাবেক গোলরক্ষক অলিভার কান।

২০০২ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা গোলরক্ষকের মত, রাশিয়াতে জার্মানির জন্য ‘বিরাট ঝুঁকি’ হবেন নয়ার। এবারের আসরে উজ্জ্বল পারফরম্যান্স করা হবে তার জন্য ‘অসম্ভব’।

নয়ারকে ফিটনেস প্রমাণের সুযোগ দিতে প্রাথমিক দলে আরও তিন গোলরক্ষকের সঙ্গে রেখেছেন ইয়োখহেইম ল্যোভ। মাঠে ফেরার সম্ভাবনা জাগালেও হয়নি। এইন্ত্রাখতের বিপক্ষে শনিবার ডিএফবি পোকালের ফাইনালে বায়ার্ন মিউনিখের বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে।

দীর্ঘ ৮ মাস মাঠের বাইরে থাকার পরও অভিজ্ঞতার কারণে চূড়ান্ত দলে নয়ার জায়গা করে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু তাকে শুরুতেই নামানোর বিরুদ্ধে কান। ১৯৯৬ সালে জার্মানির ইউরো জয়ী গোলরক্ষক বলেছেন, ‘চূড়ান্তভাবে এটা বলতে হলে আমার উচিত তার নিত্যদিনের অনুশীলন দেখা। কিন্তু তার জন্য ভালো পারফরম্যান্স করতে পারাটা সত্যিই অসম্ভব ও অচিন্তনীয়।’

অতীতের অর্জনের কারণে নয়ারকে দলের সঙ্গে রাখা উচিত মনে করেন কান। কিন্তু ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দরকার জানালেন তিনি, ‘অতীতের অর্জনের কারণে তার ওপর আস্থা রাখা যায়। তাকে দলে রেখে সঠিক কাজ করেছে ল্যোভ। যদি সে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলে, তারপরও সে বিরাট ঝুঁকি হয়ে দাঁড়াবে। তার উচিত নিজেকে জিজ্ঞাসা করা: ৮ মাস বিরতির পর বিশ্বকাপ খেলা আসলেই উচিত কিনা? হয়তো ভয়ানক একটা সিদ্ধান্ত তাকে নিতে হবে।’ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়