শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২১ মে, ২০১৮, ০২:৩৩ রাত
আপডেট : ২১ মে, ২০১৮, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপারসনের পদ হারাচ্ছে বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক : এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপারসনের পদ হারাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে নবনির্বাচিত কমিটি থেকে নতুন প্রতিনিধি মনোনীত করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ১৬-১৭ মার্চ মিয়ানমারে অ্যাপিকটার ৫৭তম কার্যনির্বাহী পরিষদের সভায় ২০১৮-১৯ সালের জন্যে নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন বেসিসের তৎকালীন সহ-সভাপতি রাসেল টি আহমেদ।

সম্প্রতি বেসিসের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ অ্যাপিকটাতে রাসেল টি আহমেদ এর প্রতিনিধিত্ব বাদ দিয়ে বর্তমান সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান ও সহ-সভাপতি শোয়েব আহমেদ মাসুদকে মনোনীত করে। প্রতিনিধি পরিবর্তনের জন্য এবং মার্কেটিং চেয়ারপারসন পদটি ধরে রাখার জন্য অ্যাপিকটা সচিবালয়কে ই-মেইলের মাধ্যমে অনুরোধ করে বেসিস।

ই-মেইলের উত্তরে অ্যাপিকটার চেয়ারম্যান স্টান সিং জানান, অ্যাপিকটার বিধি অনুসারে পদ কোনো সংগঠন নয়, ব্যক্তিকে নির্বাচিত করা হয়। তাই রাসেল টি আহমেদের প্রতিনিধিত্ব বাতিল হলে বাংলাদেশ ও বেসিস উক্ত পদটি হারাবে। বেসিসের নতুন মনোনীত কারো ওই পদটি স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার সুযোগ নেই। যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে নতুন একজন উক্ত পদে নির্বাচিত হবেন।

তবে অ্যাপিকটার একটি সূত্র জানিয়েছে, আসছে জুনে চীনে অনুষ্ঠিতব্য পরিচালনা পর্ষদের বৈঠকের আগে বেসিসের পক্ষ থেকে বিষয়টি সমাধান করে রাসেল টি আহমেদের প্রতিনিধিত্ব ঠিক রাখলে বাংলাদেশ ও বেসিস পদটি ধরে রাখতে পারবে।

এ বিষয়ে রাসেল টি আহমেদ বলেন, ‘বেসিসের সভার কার্যবিবরণী ও অ্যাপিকটা থেকে বিষয়টি জেনেছি। বেসিস এমন সিদ্ধান্ত নেয়ার আগে আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনবোধ করেননি। এটি আমার জন্য দুঃখজনক। তার চেয়েও দুঃখজনক হলো বাংলাদেশ একটি সম্ভাবনার প্রাপ্তিকে হাতছাড়া করেছে।’

উল্লেখ্য, ২০১৫ সালের অ্যাপিকটার সদস্যপদ পায় বেসিস। সদস্যপদ পাওয়ার মাত্র তিন বছরের মধ্যে বাংলাদেশে দুটি পরিচালনা পর্ষদের সভা ও তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়