শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২১ মে, ২০১৮, ০২:৩২ রাত
আপডেট : ২১ মে, ২০১৮, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টিতে নেই মাশরাফি, দুর্ভাগ্য টাইগারদের

স্পোর্টস ডেস্ক: একযুগেরও বেশি সময় জুড়ে বাংলাদেশের সেরা পেসারের জায়গাটি ধরে রেখেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। প্রায় ১৭ বছরের ক্যারিয়ারের অনেকটা সময় ছিলেন ইনজুরিতে আক্রান্ত। কিন্তু এই চোট-জর্জরতা দমাতে পারেনি তাকে। তবে খেলায় কিছুটা সীমাবদ্ধতা ঠিকই এনেছে। এখন জাতীয় দলের হয়ে শুধু একটি ফরম্যাটেই খেলেন। ওয়ানডে দলের অধিনায়ক তিনি। রোববার আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য টাইগারদের টি-টুয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। এসময় মাশরাফীর দলে না থাকাটা দলের জন্যই দুর্ভাগ্য বলে মেনেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

২০১৭ সালের শুরুতেও বাংলাদেশের টি-টুয়েন্টি দলের অধিনায়ক ছিলেন মাশরাফী। ওয়ানডে ও টি-টুয়েন্টি একসাথেই চালিয়ে যাচ্ছিলেন। তবে শ্রীলঙ্কা সফরের পর তখনকার কোচ চন্ডিকা হাথুরুসিংহে একপ্রকার জোর করেই তাকে এই ফরম্যাট থেকে অবসর নিতে বাধ্য করেন। এবছর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তাকে টি-টুয়েন্টি দলে ফেরানোর চেষ্টা করেছিলেন। তবে এই ৩৪ বছর বয়সী রাজি হননি তাতে। বাংলাদেশের জার্সি গায়ে ৫৪ টি-টুয়েন্টি ম্যাচে ৩৭৭ রান ও ৪২ উইকেট নিয়ে থেমে যায় এই ফরম্যাটে তার ক্যারিয়ার।

পেস বোলিংয়ে দলে মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেনদের মত পেসার আছেন। তাদের পারফরম্যান্সও খারাপ না একেবারে। তবে মাশরাফীর সমকক্ষ কোন বোলার উঠে আসেননি এখনও। আর তা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য বলেই মানেন নান্নু, 'মাশরাফীর বিকল্প বের করা এ দেশে কঠিন একটি কাজ। মাশরাফী সব ফরম্যাটে একজন আউটস্ট্যান্ডিং পারফর্মার আমাদের কাছে। দূর্ভাগ্যবশত মাশরাফি এখন টি-টোয়েন্টি খেলছে না। এটা আমাদের জন্য ব্যাড লাক।'

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাশরাফীর বিকল্প খুঁজছে। এজন্য মোহাম্মদ সাইফ উদ্দিনের মত তরুণ পেস-অল রাউন্ডাররা সুযোগ পাচ্ছেন দলে। নান্নুর আশা ২০১৯ সালের বিশ্বকাপের আগেই তারা এই কাজে সফল হবেন, 'ওর (মাশরাফী) মতো হয়তো পাচ্ছি না, তবে কাছাকাছি তৈরি করার সময় চলে এসেছে এখন। আমরা এখন একজন বোলিং অল রাউন্ডারের খোঁজে আছি। আমার বিশ্বাস আগামী বিশ্বকাপের আগে অন্তত একজন বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে না কাউকে খুঁজে পাবো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়