শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ মে, ২০১৮, ০২:৩০ রাত
আপডেট : ২১ মে, ২০১৮, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোলার দাম আরেক দফা কমালো টিসিবি

ফয়সাল মেহেদী: ছোলার দাম আরেক দফা কমিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোক্তা পর্যায়ে এবার কেজিপ্রতি ছোলার দাম কমানো হয়েছে ৫ টাকা। এছাড়া আগে একজন ভোক্তা সর্বোচ্চ ১০ কেজি ছোলা কেনার সুযোগ পেলেও এখন থেকে চাহিদামত কিনতে পারবেন তারা। ছোলার নতুন মূল্য ও পরিমাণ ৪ রমজান (সোমবার) থেকে কার্যকর হবে।

এর আগে প্রতি কেজি ছোলার দাম ৫ টাকা কমিয়ে প্রথম রমজান থেকে ৬৫ টাকা দরে বিক্রি করা হয়। একই সময়ে ২০ টাকা কমিয়ে প্রতি কেজি খেজুর ১০০ টাকায় এবং কেজিপ্রতি ৫ টাকা কমিয়ে মাঝারি সাইজের মশুর ডাল ৫৫ টাকা দরে বিক্রি করা হয়। একই সঙ্গে বাড়ানো হয়েছিল পণ্য বরাদ্দের পরিমাণ। তবে আগের দরেই অর্থাৎ প্রতি কেজি চিনি ৫৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

টিসিবির তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ছোলা দাম বাজার দরের কাছাকাছি হওয়ায় এর দর আরেক দফা কমানো হয়েছে। ২১ মে থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। অন্যগুলোর দরের কোনো পরিবর্তন হয়নি।

টিসিবি সূত্রে জানা গেছে, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ৬ মে (রোববার) থেকে খোলাবাজারে পাঁচ ধরণের পণ্য বিক্রি শুরু করে টিসিবি। শুরুতে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি খেজুর বিক্রি করা হয় ১২০ টাকায়। এছাড়া প্রতি কেজি ছোলা ৭০ টাকা, মশুর ডাল ৫৫ টাকা, চিনি ৫৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা দরে বিক্রি করা হয়। এর মধ্যে ছোলা, খেজুর ও মশুর ডালের দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা কমিয়ে প্রথম রমজান থেকে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।

জানা গেছে, প্রথম রমাজান থেকে একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ ৫ কেজি চিনি, ৫ কেজি মশুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ১০ কেজি ছোলা এবং ২ কেজি খেজুর কেনার সুযোগ পাচ্ছেন। তবে এখন থেকে চাহিদামত ছোলা কিনতে পারবেন ক্রেতারা। অন্যগুলো অপরিবর্তীত থাকবে।

উল্লেখ্য, বাজারদর সহনীয় রাখতে সারাদেশ জুড়ে ১৮৪টি ভ্রাম্যমান ট্রাক ও ২ হাজার ৭৮৪ জন ডিলার এবং ১০টি নিজস্ব খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করছে টিসিবির। ১৮৪টি ভ্রাম্যমান ট্রাকের মধ্যে ঢাকায় ৩২টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি এবং জেলা সদরে ২টি করে ট্রাকের মাধ্যমে প্রতিদিনই বিক্রয় কার্যক্রম চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়