শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২১ মে, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ২১ মে, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ মাস পর মুখোমুখি আবাহনী-মোহামেডান

স্পোর্টস ডেস্ক: মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে ২৩ মাস আগে সুপার সিক্সের খেলায় আবাহনী ৪-২ গোলে হারিয়েছিল মোহামেডানকে। তার আগে লিগম্যাচে দুই দলের খেলা ছিল ২-২ গোলে ড্র। প্রায় দুই বছর পর সোমবার দ্বৈরথ মোহামেডান-আবাহনীর। মওলানা ভাসানী স্টেডিয়ামে দেশসেরা দুই ক্লাবের লড়াইটা শুরু হবে বিকেল সাড়ে ৪ টায়।

প্রিমিয়ার লিগে সোমবার দুই দলেরই নবম ম্যাচ। ৮ ম্যাচ করে খেলে সবগুলোই জিতেছে মোহামেডান-আবাহনী। ২৪ পয়েন্ট করে নিয়ে তারা আচ্ছে যৌথভাবে টেবিলের দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মেরিনার্স।

দুই দলের কোচই এ ম্যাচটিকে নিয়েছেন লিগ শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে। মোহামেডানের কোচ মওদুদুর রহমান শুভ বলেছেন, ‘আমাদের শিরোপা জিততে হলে এ ম্যাচে পূর্ণ পয়েন্টই পেতে হবে। দুই দলই এখন পর্যন্ত লিগে ভালো খেলেছে। আমি মনে করি, ফিফটি ফিফটি চান্স থাকবে। আশা করি, ভালো খেলেই আমার জিতে মাঠ ছাড়তে পারবো।’

আবাহনীর কোচ মাহবুব হারুনও মনে করছেন শিরোপা পুনরুদ্ধারের দৌঁড়ে টিকে থাকতে এ ম্যাচ জিততেই হবে ‘এ দুই দলের ম্যাচ মানেই মনস্তাত্ত্বিক বিষয়টা বেশি কাজ করে। মনস্তাত্ত্বিক লড়াইটা যারা ওভারকাম করতে পারবে তাদেরই জয়ের সুযোগ বেশি থাকবে। মোহামেডানের বিদেশি খেলোয়াড়রা ভালো। তারপরও আমাদের চেষ্টা থাকবে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়