শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০৯:২৬ সকাল
আপডেট : ২০ মে, ২০১৮, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যাটেলাইট নিয়ন্ত্রণে প্রস্তুত হয়েছে বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন

হ্যাপী আক্তার : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপনের পর তা নিয়ন্ত্রণে রাঙ্গামাটির বেতবুনিয়ায় নির্মিত হয়েছে দ্বিতীয় গ্রাউন্ড স্টেশন। যার উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করতে গাজীপুরের পাশাপাশি বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্রে ৫ একর জমির ওপর স্থাপিত স্টেশনটিও প্রস্তুত। কেন্দ্রটি দীর্ঘ ৪৩ বছর পর প্রাণ ফিরে পাওয়ায় উৎফুল্ল রাঙ্গামাটির মানুষ।

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের পাশে পাহাড়ি মনোরম পরিবেশে বেতবুনিয়া ভূ- উপগ্রহ কেন্দ্র। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণে কেন্দ্রটি এরইমধ্যে ঢেলে সাজানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে।

উৎক্ষেপণের পর গাজীপুরের গ্রাউন্ডস্টেশনের মতো দেশের প্রথম স্যাটেলাইটের সংকেত পেয়েছে বেতবুনিয়া কেন্দ্র। এখন ব্যস্ততা চলছে স্যাটেলাইটটি পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর পুরোদমে কাজ শুরুর।

রাঙ্গামাটি বেতবুনিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যবস্থাপক শিকন হালদার বলেছেন, আমাদের বেতবুনিয়ার গ্রাইন্ডস্টেশনটি এখন সম্পূর্ণ প্রস্তুত।

রাঙ্গামাটি বেতবুনিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর জুনিয়র কনসালটেন্ট মো. রায়হানুল কবীর বলেছেন, সংকেত পেয়েছে তার পরে যে নিয়মটি ফেস করা হচ্ছে সেটা ফ্রান্স থেকে করা হচ্ছে।

দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কেন্দ্রটি সচল করায় খুশি স্থানীয়রা।

তবে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই স্থানটিকে সংরক্ষনে উদ্যোগ নেয়ার কথা জানান এই সংসদ সদস্য।

বেতবুনিয়ায় ১৬২ একর জায়গায় ৪৩ বছর আগে কেন্দ্রটি উদ্বোধন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণে দ্বিতীয় গ্রাউন্ড স্টেশন হিসেবে ব্যবহার হবে এই কেন্দ্রটি। সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়