শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০৮:৩২ সকাল
আপডেট : ২০ মে, ২০১৮, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবধূ মেগান ও মিশ্রজাতির মিশ্রিত ‘হাহাকার’

বণিকবার্তা: হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মেগান মার্কেল। তবে তার নতুন পরিচয় হলো, তিনি এখন থেকে ব্রিটিশ সা¤্রাজ্যের রাজবধূ; মহাধুমধামে যুবরাজ হ্যারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। এ বিয়েতে নতুন চমক হলো, মেগানই রাজপরিবারে প্রথম কোনো সদস্য হলেন যিনি আসলে মিশ্রজাতির! তার মা আফ্রিকান-আমেরিকান ও বাবা ডাচ-আইরিশ এবং তিনি জন্মগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। ফলে শরীরের রঙ ধবধবে সাদা না হওয়ায় মিশ্রজাতি হিসেবে তাকে জীবনে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।

সম্প্রতি মেগান মার্কেল তার অতীতের সেই দিনের কথা স্মরণ করে বলেছেন, ছোটবেলায় তিনি স্কুলের বাক্সটির উপরে পরিচয় লেখার জায়গাটি ফাঁকা রাখতেন। কারণ তার মা আফ্রিকান-আমেরিকান এবং বাবা ডাচ-আইরিশ হওয়ায় সেখানে তিনি ঠিক কি লিখবেন সেটা তিনি জানতেন না। একদিন বিষয়টি তার বাবাকে জানালেন। তখন ওই বাক্সটি নিজের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন মেগানের বাবা। যাতে ওই বাক্সটি দেখলে তার নিজের পরিচয় পাওয়া যায়।

মেগানের এ কথায় উদ্ধুদ্ধ হয়েছেন অনেকে। কারণ তার মতো অনেক মানুষ রয়েছেন যারা তৃতীয় কোনো দেশে বসবাস করছেন। বাবা-মার দেশ ছেড়ে, তাদের ঐতিহ্য ছেড়ে বড় হয়েছেন ভিন্ন দেশে, ভিন্ন সংস্কৃতিতে। আর সেজন্য তাদেরও প্রায় শুনতে হয় তারা কোন দেশ থেকে এসেছেন? তাদের আদি নিবাস কোথায়?

মেগান তার পরিচয় ফুটিয়ে তোলার জন্য স্কুলের ওই বাক্সটি কীভাবে সাজিয়েছিলেন সেটা জানা যায়নি। তবে তার এ গল্পটি অনেককে অনুপ্রেরণা জাগিয়েছে। তাদের মধ্যে বিবিসির সাংবাদিক নোরা ফাকিম একজন।

নোরা ফাকিমের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনের একটি পত্রাচ্ছাদিত শহরতলিতে। তার মা মরক্কো এবং বাবা ভারতীয় বংশোদ্ভুত মরিশাস থেকে যুক্তরাজ্যে এসেছিলেন। তিনি কোথা থেকে এসেছেন এমন প্রশ্ন নাকি নোরাকে পুরো জীবন ধরেই শুনতে হচ্ছে। সেটা যে কেবল যুক্তরাজ্যেই যে শুনতে হয় তেমন নয়; কখনো মরক্কো কিংবা মরিশাসে গেলেও তাকে একই প্রশ্ন করা হয়। তিনি আফ্রিকান, আরব নাকি ব্রিটিশ মানুষ তা বুঝতে পারে না। আবার একজন এশিয়ান হয়েও কীভাবে সাবলীলভাবে ফ্রেঞ্চ ভাষায় কথা বলেন সেটা নিয়েও মানুষের প্রশ্নের শেষ নেই। ফলে তার কাছেও নিজেকে জাতিগতভাবে সংজ্ঞায়ন করাটা অত্যন্ত কঠিন। কখনো আদমশুমারির ফর্মে ‘অন্যান্য মিশ্র’ অথবা ‘মথ’-এ ঘরটিতে টিক দিলেও সেটা সঠিক পরিচয় তুলে ধরা সম্ভব নয় বলেই মনে করেন নোরা।

নোরার মত জেসিকা ডায়মন্ডও মিশ্রজাতির। তিনি মূলত আইরিশ-জ্যামাইকান। তাই নিজের বাক্সটি এমনভাবে সাজানোর চেষ্টা করেছেন যাতে তার আসল পরিচয় ও তাকে নিয়ে যে পরিহাস করা হয় সেই বিষয়টি উঠে আসে। জেসিকার চুল আফ্রিকানদের মত; অত্যন্ত যতœসহকারে সেটা প্রতিনিয়ত পরিচর্যা করতে হয়। বেতের উপর চুল রেখে প্রকৃতিকভাবে চুলের এমন বাহার করার পন্থা তিনি ছোটকালে তার মায়ের কাছ থেকে শিখেছেন। সাদা চামড়া মানুষ হয়েও এ পন্থায় চুল বানানো অন্যদের কাছে অত্যন্ত অবাকের বিষয়।

ইংলিশ-ঘানাইয়ান মিশ্রজাতির ইথান বোয়াচি-ব্যারেন্স। তিনি মনে করেন, মিশ্রজাতির বিষয়টি নিয়ে ব্রিটিশসমাজ একটু বেশিই চিন্তিত। অন্যদিকে ইংরেজ-পাকিস্তানী ডিভোন ফায়সার-আজিজ। তার কাছে মিশ্রজাতির বিষয়টি উপভোগের। তিনি ইংলিশ ও পাকিস্তানী দুই সংস্কৃতিকেই ভালোবাসেন, দুটোকে নিয়েই গর্ব অনুভব করেন। তবে তিনি স্বীকার করেন, তার বয়স বাড়ার সাথে সাথে ক্রমেই যেনো পাকিস্তানি সংস্কৃতির দিকে ঝুঁকে যাচ্ছেন।

বিলাল খান হলেন মিশ্র এশিয়ান জ্যামাইকান-ভারতীয় কেনিয়ান। বিলালের মা কল্যাণ খান একজন এশিয়ান-জ্যামাইকান। তিনি অবশ্য মিশ্রিত ঐতিহ্যকে খুবই ইতিবাচক মনে করেন। কারণ দুই ধরনের সংস্কৃতিই তার জীবনকে অনেক উন্নত করেছে বলে মনে করেন তিনি। তাই বব মার্লির কথা উদ্বৃতি দিয়ে বলেন, ‘যদি তুমি তোমার ইতিহাস জানো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কোথা থেকে এসেছো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়