শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০৮:৪৫ সকাল
আপডেট : ২০ মে, ২০১৮, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীকাল শেষ হচ্ছে হজ গাইডের সাক্ষাৎকার

তরিকুল ইসলাম সুমন: চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার হজযাত্রীর হজ গাইড নিয়োগে সাক্ষাৎকার গ্রহণ শুরু হচ্ছে আজ থেকে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ সাক্ষাৎকার নেওয়া হবে। মঙ্গলবার এ সাক্ষাৎকার নেওয়া শেষ হবে বলে ধর্মমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

জানা গেছে, জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরি/২০১৮ খ্রি. এর ৯.৪ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় প্রতি ৪৫ জন হজযাত্রী নিয়োগ করা হবে। চলতি বছর হজ গাইড হিসাবে নিয়োগ পেতে মোট ৩১৯ জন আবেদন করেছেন। ২০ মে (ক্রমিক নম্বর-০১-১২০ পর্যন্ত), ২১ মে (ক্রমিক নম্বর- ১২১-২৪০ পর্যন্ত) এবং ২২ মে (ক্রমিক নম্বর- ২৪১ হতে সর্বশেষ পর্যন্ত) সাক্ষাৎকার নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাক্ষাৎকার শুরু হবে।

হজ গাইড নিয়োগ কমিটির আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন, যুগ্মসচিব (হজ) এর সভাপতিত্বে আবেদনকারী হজ গাইডদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। আবেদনকারীদের প্রযোজনীয় কাগজপত্রসহ (বায়োডাটা, জেলা প্রশাসকের মনোনয়নপত্র, অভিজ্ঞতাসনদ ও সংগৃহীত হজযাত্রীদের ভাউচার) যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি হজ পালনে সৌদি যাবেন। তন্মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ১৯৮ জন হজ পালনে যাবেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়