শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০৬:২২ সকাল
আপডেট : ২০ মে, ২০১৮, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়ের পর মুক্তাদা আল সদরের প্রথম টুইট: ‘আমরা আপনাদের হতাশ করবো না’

ওমর শাহ: নির্বাচনে বিজয়ের পর প্রথমবারের মতো টুইট করেছেন ইরানের শিয়া নেতা মুক্তাদা আস সদর। শনিবার রাতে সরকারি ফলাফলে নিশ্চিত বিজয়ের পরপরই এক টুইট বার্তায় মুক্তাদা আস সদর ইরাকিদের তার দলের প্রতি আস্থা রাখার বার্তা পাঠান। খবর: আল আরাবিয়া

টুইট বার্তায় মুক্তাদা আস সদর বলেন, ‘আপনাদের ভোট আমাদের জন্য সম্মান ও দায়িত্বের। আমরা আপনাদের হতাশ করবো না।’

ইরাকের সংসদীয় নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী দেশটির শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল-সদরের জোট জয়লাভ করেছে বলে শনিবার নিশ্চিত করেছে দেশটির নির্বাচন কমিশন। মুক্তাদা আল-সদর ইরাকে যুক্তরাষ্ট্রের অবস্থানের ঘোর বিরোধী বলে সুপরিচিত, এছাড়া ইরাকে ইরানের ক্রমবর্ধমান প্রভাবের বিপক্ষেও তার অবস্থান।

তবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা না করায় তিনি দেশটির প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু নির্বাচনে তার জোট জয়লাভ করায় তিনি দেশটির সরকারের যেকোনও সিদ্ধান্ত গ্রহনে প্রভাব রাখতে পারবেন। নির্বাচনের ফলাফল অনুযায়ী তার জোট ‘সাইরুন’ ৫৪ টি সংসদীয় আসনে জয়লাভ করেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দী ইরানপন্থী হিসেবে পরিচিত হাদি আল-আমিরি’র জোট ‘আল-ফাতিহ্’ যারা ইরাক থেকে আইএস’কে পরাজিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলো, তারা জয়লাভ করেছে ৪৭টি আসনে। এছাড়াও দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি’র জোট ‘দ্যা ভিক্ট্রি অ্যালায়েন্স’ মোট ৪২টি আসনে জয়লাভ করে নির্বাচনে তৃতীয় হয়েছে।

ইরাক নির্বাচনে জয়লাভ করা ‘সাইরুন জোটে’র অবস্থান সেখানে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশেরই প্রভাব ও উপস্থিতির বিরুদ্ধে। তাদের অন্যতম লক্ষ্য দেশকে বিদেশী প্রভাব থেকে মুক্ত করা। তারা প্রতিশ্রুতি দিয়েছে, ইসলামিক স্টেটের সাথে যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জরুরী সব স্থাপনাসমূহ তারা আবার পুন:নির্মাণ করার মাধ্যমে দেশকে পুনর্গঠিত করবে। তবে ইরাক নির্বাচনের আগে ইরান মন্তব্য করেছিলো যে, তারা আল-সদরে’র জোটকে সরকার পরিচালনা করতে দেবে না। ইরাকের সংবিধান অনুযায়ী নির্বাচনে জয়লাভের ৯০ দিনের মধ্যে সরকার গঠণ করতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়