শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০৫:৩১ সকাল
আপডেট : ২০ মে, ২০১৮, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজস্থান না মুম্বাই ফয়সালা আজ

স্পোর্টস ডেস্ক: শনিবার আইপিএল প্লে অফের তিনটি দলের জায়গা নিশ্চিত হয়ে গেলেও চতুর্থ দলটি কারা ও শেষ পর্যন্ত প্লে-অফে কে কার মুখোমুখি হবে, তা রবিবার রাতের আগে জানা জানা যাবে না।

মঙ্গলবার মুম্বইয়ে কোয়ালিফায়ার ১-এ কোন দুই দলের লড়াই ও বুধবার ইডেনে এলিমিনেটরে কাদের দ্বৈরথ, তা জানার জন্য রবিবার রাত পর্যন্ত অপেক্ষা করতেই হবে। যতক্ষণ না দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস ও পুণেয় চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ শেষ হচ্ছে।

প্রতি ম্যাচের পরে যে ভাবে লিগ তালিকায় দলগুলির অবস্থান বদলে যাচ্ছে, তাতে অঙ্কের হিসাবই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শনিবার রাজস্থান রয়্যালসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোর হেরে যাওয়ায় মুম্বইয়ের প্লে-অফের রাস্তা কিছুটা সহজ হয়ে গেল। রবিবার জিতলে রোহিত শর্মারাই প্লে-অফে যাবে। আর তাঁরা হারলে উঠবেন অজিঙ্ক রাহানেরা। তবু অঙ্কের হিসেবে পঞ্জাবের ক্ষীণ সম্ভাবনা থাকছেই।

সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাইয়ের পরে লিগ তালিকায় কলকাতা নাইট রাইডার্স। শনিবার রাতে লিগ তালিকায় দীনেশ কার্তিকরা তিন নম্বরে থাকলেও শেষ পর্যন্ত সিএসকে-কে সরিয়ে দু’নম্বরে উঠে আসতে পারেন কি না, সেটাই দেখার। এটা অবশ্য নাইটদের হাতে নেই। বরং মহেন্দ্র সিংহ ধোনিরাই রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে তা ঠিক করবেন। তবে নেট রান রেটে সিএসকে (০.২২০) কলকাতার (-০.০৭০) চেয়ে এতটাই এগিয়ে যে, সুরেশ রায়নারা রবিবার অস্বাভাবিক ব্যবধানে না হারলে তাদের তিনে নামার সম্ভাবনা কম। তবে হায়দরাবাদের যা নেট রান রেট (০.২৮৪) রবিবার ধোনিরা জিতে এক নম্বরেও উঠে যেতে পারেন।

রাজস্থান শনিবার বেঙ্গালুরুকে হারানোয় কিংস ইলেভেন পঞ্জাবের প্লে-অফে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে গেল। রাজস্থানের নেট রান রেটের (-০.২৪৬) সঙ্গে তাদের নেট রান রেটের (-০.৪৯০) যে তফাৎ, তা মেটাতে আর অশ্বিনের দলকে বড় ব্যবধানে জিততে হবে। তাই মুম্বই যদি দিল্লির কাছে হেরে যায়, তা হলে রাজস্থানের প্লে-অফে যাওয়ার রাস্তা পরিস্কার হয়ে যাবে।

দিল্লির কাছে ধাক্কা খাওয়ার পরে চেন্নাই সতর্ক। শুক্রবার হারার পরে ধোনি বলেন, ‘‘আমাদের শক্তি আরও বাড়াতে হবে। দূর্বলতাগুলোও কাটাতে হবে। কিছু জায়গায় এখনও উন্নতি করতে হবে আমাদের। প্লে-অফের আগে নিজেদের সেরা জায়গায় নিয়ে আসতেই হবে।
অন্য দিকে, শেষ তিন ম্যাচের মধ্যে দু’টিতেই জিতেছেন রোহিতরা। শেষ ম্যাচটা কার্যত তাঁদের কাছে নক আউট ম্যাচ। যা নিয়ে ওপেনার সূর্যকুমার যাদব শনিবার বলেন, ‘‘নেট রান রেট নিয়ে আমরা ভাবছি না। বরং সেই ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে বেশি ভাবছি, যা আমাদের রবিবার দু’পয়েন্ট এনে দিতে পারে।’’ দেওয়ালে পিঠ ঠেকে গেলেই যে মুম্বই ইন্ডিয়ান্স ভাল খেলে, তা মনে করিয়ে দিয়ে সূর্য বলেন, ‘‘এটাই আমাদের দলের বৈশিষ্ট। যত চাপ বাড়ে, আমরা ভাল খেলি। এ বারও হয়তো তাই হবে। চাপের মুখে মাথা ঠা-া রাখাই আমাদের অভ্যাস।’’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়