শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ১০:২৭ দুপুর
আপডেট : ২০ মে, ২০১৮, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা আমাদের নারীদেরকে ক্রীতদাস বানাতে পারি না (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ : সংসারে স্বচ্ছলতা ফেরাতে বা আরেকটু ভালো থাকার আশায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে স্বপ্ন ভঙ্গ হচ্ছে। যৌন নির্যাতনসহ নানাভাবে নির্যাতিত হচ্ছেন বাংলাদেশি নারী শ্রমিকরা। এরা মূলত বাসাবাড়িতে কাজ করার জন্য সৌদি আরবে গিয়েছিলেন। নির্যাতিত নারীদের স্বজনরা প্রতিনিয়ত প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ বোর্ডসহ বিভিন্ন সংস্থায় অভিযোগ জানিয়ে প্রতিকার চাচ্ছেন। এ অবস্থায় ওই সব দেশে নারী কর্মী, বিশেষ করে গৃহকাজে নারী কর্মী পাঠানো প্রশ্নের মুখে পড়েছে।

শনিবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সমকালের নির্বাহী সম্পাদক মোস্তাফিজ শফী।

তিনি আরো বলেন, এই নারী কর্মীরা যখন বিদেশে কাজ করার জন্য যাচ্ছিলো তখন বাংলাদেশের পত্রিকাগুলো ভালো ভালো নিউজ করেছে। সবাই আশার স্বপ্ন দেখেছে। এই নারীরা অর্থ উপার্যন করবে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। পরিবারগুলো অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু এখন এসবের কোনো সম্ভাবনই দেখা যাচ্ছে না।

মোস্তাফিজ শফী আরো বলেন, আমাদের নারীদের সাথে সৌদির লোকেরা ক্রীতদাসীর মত ব্যবহার করছে। আমরা আসলে নারীদেরকে পাঠাতে বাধ্য হচ্ছি। কেননা আমাদেরকে একটি শর্ত দেওয়া হয়েছে সেটা হচ্ছে, আমরা যদি নারী কর্মী না পাঠাই তাহলে তারা পুরুষ কর্মী নেবে না। আসলে সব কিছুই ঠিক আছে কিন্তু আমরা আমাদের নারীদেরকে ক্রীতদাস বানাতে পারি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়