শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০৭:২৬ সকাল
আপডেট : ২০ মে, ২০১৮, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল শেষ হলো বিশৃংখলার মধ্য দিয়ে!

মো. আল মামুন খান, ধামরাই: ঢাকার ধামরাইয়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষ হলো এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ভিতর দিয়ে। মূলত এই ইফতার মাহফিলে ইফতার সামগ্রীর স্বল্পতার কারণেই ঘটে এই বিশৃঙ্খলা।

১৯ মে (শনিবার) সদর ইউনিয়ন চেয়ারম্যান এবং ধামরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ এর সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।

আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার ভাইস-চেয়ারম্যান মোঃ মোহাদ্দেস হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বিপুল পরিমাণে সাধারণ মুসল্লিগণ।

তবে অনুষ্ঠানের শুরুটা ভালোভাবে হলেও খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে শেষ হয় এই ইফতার মাহফিল। একপর্যায়ে ভাঙচুরসহ নানা অনাকাঙখিত ঘটনার সম্মুখীন হতে হয় আয়োজকদের। অবস্থা এমন হয় যে পরিস্থিতি সামাল দিতে অত্যন্ত বেগ পোহাতে হয়েছে আওয়ামী নেতৃবৃন্দদের।

উপস্থিত সাধারণ মুসল্লিদের সূত্রে জানা গেছে, ইফতার মাহফিল খাদ্য সংকটের মধ্য দিয়ে শেষ হয় এবং যুবলীগ নেতা পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমানসহ যুবলীগ নেতৃবৃন্দকে শুধু মুড়ি খেয়ে ইফতার করতে দেখা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ইফতার মাহফিলের আয়োজক স্থানীয় চেয়ারম্যান শাহাবুদ্দিন বলেন, আয়োজন পর্যাপ্ত পরিমান ছিলো, কিন্তু একেক জন একের অধিক প্যাকেট নিয়ে যাওয়ায় এই খাদ্য সংকট দেখা দিছে।

উল্লেখ্য, গত বছরও এমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় অধিবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়