শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০৭:১১ সকাল
আপডেট : ২০ মে, ২০১৮, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেরা পরিচালক পাওয়েল পাউলোকস্কি, অভিনেতা মার্সেলো ফন্তে

বিনোদন প্রতিবেদক : কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ইতালির মার্সেলো ফন্তে। মাত্তিও গারোন পরিচালিত ‘ডগম্যান’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি দেওয়া হলো তাকে। ‘কোল্ড ওয়ার’ জন্য সেরা পরিচালক হিসেবে পোল্যান্ডের পাওয়েল পাউলোকস্কি পুরস্কার জিতে নেয়।

এছাড়া সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতলেন ইরানে গৃহবন্দি নির্মাতা জাফর পানাহি ও সেই সাথে ‘থ্রি ফেসেস’ ছবির চিত্রনাট্য লেখার জন্য নাদের সায়েভার পুরস্কারটি পান। ‘থ্রি ফেসেস’ ছাড়াও চিত্রনাট্য বিভাগে ‘হ্যাপি অ্যাজ লাজ্জারো’র জন্য যৌথভাবে সেরা হয়েছেন ইতালির নারী নির্মাতা অ্যালিস রোরওয়াচার। আর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সামাল ইয়েসলিয়ামোভা। কাজাখস্তানের সের্গেই দিভোর্তসেভয়ের ‘আইকা’য় দারুণ অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠলো তার হাতে।

শনিবার (১৯ মে) কানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর।

অস্কারজয়ী পোলিশ নির্মাতা পাওয়েল পাউলিকোস্কি এবারই প্রথম কানের মূল প্রতিযোগিতায় স্থান পেলেন। তার ‘কোল্ড ওয়ার’-এর গল্প পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে স্তালিন যুগের পোল্যান্ডে একজোড়া মানব-মানবীর প্রেমকে ঘিরে।

অভিনেতা মার্সেলো ফন্তে আশির দশকের ইতালির রোমের প্রেক্ষাপটে নিয়ে নির্মিত ‘ডগম্যান’ ছবির গল্প কুকুরের গ্রুমার থাকেন মার্সেলো। তাকে ঘিরেই সিনেমার কাহিনী। লোকটা শান্তশিষ্ট ও ভদ্রগোছের। কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া সাবেক বক্সার সিমোনসিনোর সঙ্গে বিপজ্জনক সম্পর্কে জড়িয়ে পড়ে সে। মানুষ হিসেবে মর্যাদা ধরে রাখতে অপ্রত্যাশিত প্রতিহিংসা তৈরি হয় তার মধ্যে।

‘থ্রি ফেসেস’ ছবির গল্প আর্মেনিয়ান সীমান্তে উত্তর-পশ্চিম ইরানে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের প্রেক্ষাপটে বিভিন্ন বয়সী তিন অভিনেত্রীকে ঘিরে। তাদের একজন অভিনয় ছাড়তে বাধ্য হয়। অন্যজন হালের বিখ্যাত তারকা। আর বাকি মেয়েটি ড্রামা স্কুলে ভর্তি হতে মুখিয়ে থাকে। কিন্তু পরিবারের গোঁড়ামির কারণে পারছে না। তাই এক অভিনেত্রীর শরণাপন্ন হয় সে। এবারই প্রথম কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিলেন জাফর পানাহি। ‘দ্য হোয়াইট বেলুন’-এর সুবাদে কানে প্রথম ইরানি হিসেবে পুরস্কার (ক্যামের দ’র) পাওয়া নির্মাতা তিনিই।

‘আইকা’ ছবির গল্প কিরগিজ অভিবাসীকে ঘিরে। মস্কোর এক হাসপাতালে তিনি মা হন। কিন্তু সন্তান লালন-পালনের সামর্থ্য ছিল না তার।

স্পেশাল পাম দ’র দেওয়া হলো ফ্রেঞ্চ নিউওয়েভের রূপকার জ্যঁ-লুক গদারকে। তিনি ‘দ্য ইমেজ বুক’ ছবির সুবাদে এই সম্মান পেলেন ।

অনুষ্ঠানে গদার ছিলেন না। স্পেশাল পাম দ’র প্রদানের সময় মঞ্চে তার একটি স্থিরচিত্র দেখানো হয়। কিংবদন্তি এই নির্মাতার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ‘দ্য ইমেজ বুক’-এর চিত্রগ্রাহক ফ্যাব্রিস আরেগনো।

শুরুতে ৭১তম আসরের যেসকল সিনেমার গল্প,চরিত্রের জন্য পুরস্কার পায় সেগুলোর বিভিন্ন স্মরণীয় ও উল্লেযোগ্য মুহূর্ত দেখানো হয়। এরপর আলোকিত হয় মঞ্চ। বলতে শুরু করেন মাস্টার অব সিরিমনিস এদুয়ার্দ বেয়া। সমাপনী ছবির পরিচালক টেরি গিলিয়ামকে ডাকলে তিনি আসনের ওপর দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ক্যামেরা দ’র বিভাগের পুরস্কার বিতরণীর পর মঞ্চে আসেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

বিচারকদের অন্য আটজন মঞ্চে আসার পর ইতালিয়ান অভিনেত্রী এশিয়া আর্জেন্টোকে কথা বলার সুযোগ দেওয়া হয়। তিনি জানান, ১৯৯৭ সালে কান উৎসব চলাকালেই হলিউড মোগল হার্ভি ওয়াইনস্টিন তাকে ধর্ষণ করেছিলেন। আর কখনও কানে তাকে না ডাকার আহ্বান জানান তিনি।

কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র (স্বর্ণ পাম) জিতলো জাপানের ছবি ‘শপলিফটার্স’। জাপানের কোরি-ইদা হিরোকাজুর এই ছবিকে দেওয়া হলো বিশ্ব সিনেমার সবচেয়ে বড় সম্মান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়