শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০৫:০৭ সকাল
আপডেট : ২০ মে, ২০১৮, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যৌন হয়রানি’ কেলেংকারিতে চিলির সকল যাজকের পদত্যাগ

নূর মাজিদ: সাম্প্রতিক  সময়ে চিলির চার্চের হাতে শিশুদের যৌন নিগ্রহের ঘটনায় অনুতাপ প্রকাশ করে দেশটির ক্যাথলিক চার্চের সকল বিশপ পদত্যাগ করেছেন।শনিবার দেশটির ৩৪ জন বিশপ পোপের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে চিলির ক্যাথলিক চার্চ আনুষ্ঠানিকভাবে যৌন নিগ্রহের ঘটনায় তাদের সম্পৃক্ততা স্বীকার করে নিলো।

ইতোপূর্বে চিলির ক্যাথলিক চার্চ কতৃপক্ষ কোন ধরণের যৌন নিগ্রহে তাদের সম্পৃক্তার অভিযোগ অস্বীকার করে । এই প্রেক্ষিতে স্বয়ং পোপ তাদের স্বপক্ষে সাফাই গেয়েছেন এবং এই ধরণের অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবী করেন।

তবে চলতি বছরেই চিলির জ্যেষ্ঠ ক্যাথলিক বিশপ ফার্নান্ডো কারাদিমার বিরুদ্ধে একাধিক শিশুকে যৌন হয়রানির ঘটনা প্রকাশ পায়। যা দেশটির ক্যাথলিক চার্চ সম্পূর্ণ অস্বীকার করে এবং এই ঘটনাগুলিকে ধামাচাপা দেয়া বা ভিন্নখাতে প্রবাহিত করারও চেষ্টা করে। অভিযুক্ত বিশপ কারাদিমার ঘনিষ্ঠ সহযোগী বিশপ জুয়ান বারোস তার অপরাধগুলিকে ঢাকা দিতে সার্বিক সহযোগিতা করেন। এরপর পোপ ফ্রান্সিসও জনসম্মুখে চিলির চার্চকে নিস্পাপ বলেই দাবী করেন।

তবে কিছুদিন পূর্বে চিলির বিশপদের সঙ্গে এক বৈঠকে পোপ ফ্রান্সিস পরিস্থিতির গুরুত্ব নিয়ে তার উষ্মা প্রকাশ করেন। এসময় তিনি ৮৪ বছরের কারাদিমাকে অন্যদেশে স্থানান্তরের পরামর্শও দেন। এর প্রেক্ষিতেই দেশটির সকল বিশপেরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারনা করা হচ্ছে। যদিও পোপ এখনও আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি তারপরেও ক্যাথলিক চার্চের ইতিহাসে কোন দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের এত বিপুল সংখ্যক পদত্যাগের ঘটনা এটাই প্রথম। -ভক্স নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়