শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০৪:৪২ সকাল
আপডেট : ২০ মে, ২০১৮, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাক নির্বাচনে বিজয়ী হয়েছে মুক্তাদা আল-সদরের জোট

মাহাদী আহমেদ : ইরাকের সংসদীয় নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী দেশটির শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল-সদরের জোট জয়লাভ করেছে বলে শনিবার নিশ্চিত করেছে দেশটির নির্বাচন কমিশন।

মুক্তাদা আল-সদর ইরাকে যুক্তরাষ্ট্রের অবস্থানের ঘোর বিরোধী বলে সুপরিচিত, এছাড়া ইরাকে ইরানের ক্রমবর্ধমান প্রভাবের বিপক্ষেও তার অবস্থান।

তবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা না করায় তিনি দেশটির প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু নির্বাচনে তার জোট জয়লাভ করায় তিনি দেশটির সরকারের যেকোনও সিদ্ধান্ত গ্রহনে প্রভাব রাখতে পারবেন।

নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী তার জোট ‘সাইরুন’ ৫৪টি সংসদীয় আসনে জয়লাভ করেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দী ইরানপন্থী হিসেবে পরিচিত হাদি আল-আমিরি’র জোট ‘আল-ফাতিহ্’ যারা ইরাক থেকে আইএস’কে পরাজিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলো, তারা জয়লাভ করেছে ৪৭টি আসনে।

এছাড়াও দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি’র জোট ‘দ্যা ভিক্ট্রি অ্যালায়েন্স’ মোট ৪২টি আসনে জয়লাভ করে নির্বাচনে তৃতীয় হয়েছে।

ইরাক নির্বাচনে জয়লাভ করা ‘সাইরুন জোটে’র অবস্থান সেখানে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশেরই প্রভাব ও উপস্থিতির বিরুদ্ধে। তাদের অন্যতম লক্ষ্য দেশকে বিদেশী প্রভাব থেকে মুক্ত করা।

তারা প্রতিশ্রæতি দিয়েছে , ইসলামিক স্টেটের সাথে যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জরুরী সব স্থাপনাসমূহ তারা আবার পুন:নির্মাণ করার মাধ্যমে দেশকে পুনর্গঠিত করবে।

তবে ইরাক নির্বাচনের আগে ইরান মন্তব্য করেছিলো যে, তারা আল-সদরে’র জোটকে সরকার পরিচালনা করতে দেবে না। ইরাকের সংবিধান অনুযায়ী নির্বাচনে জয়লাভের ৯০ দিনের মধ্যে সরকার গঠণ করতে হয়। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়