শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০৪:০৬ সকাল
আপডেট : ২০ মে, ২০১৮, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে গোল মিস করেও অনুতপ্ত নন হিগুয়াইন!

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের জন্য হিগুয়াইন যেন একটি জ্বলন্ত অভিশাপ। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিরুদ্ধে তার ওই গোল মিস এখনও যেন আর্জেন্টাইনদের বুকে কাঁটা হয়ে বিধে আছে। অথচ যিনি সেই সুবর্ণ সুযোগ মিস করেছেন, সেই হিগুয়াইন যেন ভিন্ন জগতের মানুষ। ওই মিসের জন্য এতটুকুও অনুতপ্ত নন তিনি। বরং এর চেয়েও দামি কিছু নিজের জীবনে পেয়েছেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন এই নাম্বার নাইন ফুটবলার।

মারকানার ফাইনাল দিয়েই আর্জেন্টাইনরা হয়ত ভেবেছিল তাদের দীর্ঘ ২৮ বছরের বিশ্বকাপের আক্ষেপ ঘুচতে চলেছে। একই সঙ্গে মর্ত্যরে সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে একটি বিশ্বকাপ শিরোপা ওঠার অপেক্ষায় ছিল সবাই; কিন্তু জার্মানির বিরুদ্ধে হিগুয়াইনের একটি গোল অফ সাইডের কারণে বাতিল হয়ে গিয়েছিল। সাথে আরও কয়েকটা সহজ সুযোগ মিস করেন তিনি। হিগুয়াইনের এসব মিসই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আক্ষেপকে আরও বাড়িয়ে তোলে।

‘মারকানায় আমার গোল মিস নিয়ে মানুষ এখনও সমালোচনা করে? আমি এর চেয়েও দারুণ এক গোল অর্জন করেছি জীবনে, আমার মেয়ে এবং স্ত্রীকে পেয়ে’- বলছেন হিগুয়াইন। তিনি আরও বলেন, ‘এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ (পরিবার)। এর গুরুত্ব, যখন আপনি ফুটবল ছেড়ে দেবেন, তখনই বোঝা যাবে যে, যখন একজন ভাল মানুষ হতে চাইবেন আর যাদের ভালোবাসবেন।’

২০১৬ সালে মায়ের অসুস্থতার জন্য ফুটবল ক্যারিয়ারই প্রায় হুমকির মুখে পড়ে গিয়েছিল হিগুয়াইনের। মায়ের জন্য ফুটবলকে বিদায়ই জানাচ্ছিলেন তিনি। অবশ্য আবার পরিবারের পক্ষ থেকে মানসিকভাবে সহযোগিতার কারণেই আবার ফুটবল মাঠে ফিরে আসেন জুভেন্টাসে খেলা এই স্ট্রাইকার ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়