শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০৩:৪৫ রাত
আপডেট : ২০ মে, ২০১৮, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতুমীর কলেজে দলের দুই কর্মীকে কুপিয়েছে ছাত্রলীগ

সুশান্ত সাহা : সরকারি তিতুমীর কলেজে নিজ দলের দুই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে কলেজ ছাত্রলীগ। আহত দুই কর্মী হলেন মো. সোহেল ও রানা নামে সংগঠনটির দুই কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে। আহতদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও অপরজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহেলের বন্ধু রাজীব হোসেন জানান, আহত সোহেল তিতুমীর কলেজের উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র। সে পাবনার আটঘড়িয়ার ফজলুর রহমানের ছেলে। তিতুমীর কলেজের হোস্টেলে থাকেন। রানাও তিতুমীর কলেজের ছাত্র এবং সোহেলের ঘনিষ্ট বন্ধু। তিনি জানান, পূর্ব শত্রæতার জেরে শনিবার সকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের লিফলেট বিতরণকালে ক্যাম্পাস কম্পাউন্ডে সোহেল ও রানার উপর অতর্কিত হামলা চালায় মুরাদ হাসান জং ও তার দলবল। এ সময় তারা দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
তিতুমীর কলেজের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কলেজের নতুন কমিটি হওয়ার পর গত কমিটির ঝামেলা নিয়ে এই মারামারির ঘটনা ঘটে।

এ বিষয়ে বনানী থানার ওসি বি এম ফরমান আলী বলেন, দুপুরে তিতুমীর কলেজে একটি মারামারির ঘটনা ঘটে। দুই বন্ধু নিজেদের মধ্যে এই মারামারি করলে নিজেরাই আহত হয়। তবে দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই মারামারির ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়