শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০২:১৬ রাত
আপডেট : ২০ মে, ২০১৮, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার বিশ্বরোডে ইউলুুপ নির্মাণ করা হবে: পরিকল্পনামন্ত্রী

শরীফ আহমেদ মজুমদার ও সাইদ রিপন: কুমিল্লার মানুষের দুর্ভোগ কমাতে পদুয়ার বাজার বিশ্বরোডে ইউলুপ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কর্মব্যস্ত এ রোডে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। বর্তমান ইউলুপ না থাকায় ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং বরুড়া, চাঁদপুর, নোয়াখালী, লাকসাম এলাকার মানুষের কুমিল্লা শহরে ঢুকতে চরম দুর্ভোগ পোহাতে হয়। শনিবার বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজি ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পদুয়ার বাজার বিশ্বরোড যে ইউলুপটি নির্মান করা হবে সেটি হবে একটি দৃষ্টি নন্দন ইউলুপ। উন্নত বিশ্বের আদলে তাদের গ১, গ২ হাইওয়েগুলোতে যে ধরনের ইউলুপ থাকে এটি হবে সেই ধরনের আধুনিক ইউলুপ। এই প্রকল্পটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে নেয়া হবে এবং দ্রুত বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রনালয় সড়ক ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী এবং সচিবের সাথেও কথা হয়েছে এবং তারা ঐক্যমত পোষন করেছেন এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করার জন্য। পদুয়ার বাজার বিশ্বরোডে ইউলুপটি নির্মান করা হলে এলাকার সীমাহীন দূর্ভোগ দূর হবে এবং পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ন ভ‚মিকা রাখতে পারবে।

নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজি ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ফয়েজ কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক রফিকুর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, মেয়র আব্দুল মালেক, বক্সগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অহিদুর রহমান এবং কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বাহারাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়