শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০১:৩৮ রাত
আপডেট : ২০ মে, ২০১৮, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়া থেকে মার্কিন সহায়তা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

মনিরা আক্তার মিরা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল থেকে তাদের সহায়তা প্রত্যাহারের কথা শুক্রবার নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্রের এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আনেক দিন ধরেই আইএসকে সম্পূর্ণ পরাজিত করার জন্য সহযোগিতা করে আসছিল অনেক দিন ধরেই।

মার্কিন গনমাধ্যম সিবিএস সংবাদটি প্রথম প্রকাশ করে যেখানে বলা হয় সহায়তার জন্য বাজেট থেকে ১০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সরিয়ে নিবে তারা। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসবিরোধী লড়াই, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করার কথা ছিল।

ওই কর্মকর্তা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে মার্কিন সহায়তা বন্ধ করা হচ্ছে। এতে করে অন্যান্য ক্ষেত্রে সহায়তার সুযোগ বৃদ্ধি পাবে। আরেকজন কর্মকর্তা বলেন, মার্কিন প্রশাসন মনে করে যেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বেশি সেখানেই এই সহায়তা প্রকল্প চালু রাখবে তারা। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সহায়তা বন্ধ করার প্রক্রিয়া এক মাসের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে মার্কিন আর এক কর্মকর্তা।

প্রেসিডেন্ট ট্রাম্প মার্চ থেকেই সিরিয়ায় ২০০ মিলিয়ন ডলারের বাজেট বন্ধ করার প্রস্তাব দিয়ে আসছেন। উক্ত কর্মকতা জানিয়েছে প্রস্তাবটির কাজ এখন প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাম্প মার্চ মাসে বলেছিলেন, মার্কিন প্রশাসনের সিরিয়া থেকে চলে আসার এখনি সময়। প্রায় ২ হাজার মার্কিন সৈন্য কে সিরিয়ায় পাঠানো হয়েছিল। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়