শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০১:২১ রাত
আপডেট : ২০ মে, ২০১৮, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারোয়ার আলম ও আদিত্যকে পুলিশী হেনস্থায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ডিইউজে’র

রফিক আহমেদ : ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) পেশাগত দায়িত্ব পালনকালে ডিবিসি নিউজ চ্যানেলের সিনিয়র রিপোর্টার আদিত্য আরাফাত ও কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সারোয়ার আলমকে বিনা উস্কানীতে গত বৃহস্পতিবার কয়েকজন পুলিশ সদস্যের দুর্ব্যবহার ও হয়রানির নিন্দা জানিয়েছে। শুক্রবার এক যৌথ বিবৃতিতে ডিইউজে’র নেতৃদ্বয় এ দাবি জানিয়েছেন বলে সংগঠনের দফতর সম্পাদক আমীর মুহাম্মদ জুয়েল জানান।

সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী পৃথক দু’টি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, গত কিছুদিন যাবত সাংবাদিকদের সঙ্গে পুলিশের যে আচরণ লক্ষ্য করা যাচ্ছে তার পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা তা পর্যালোচনার করা দরকার।

নেতৃদ্বয় বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে মহাখালীতে ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) আশরাফ উল্লাহ, সার্জেন্ট মানসুরসহ অন্যরা আদিত্য আরাফাতকে তুই-আচরণ করে হুমকি দিয়ে এবং ক্যামেরায় পানি ঢেলে দিয়ে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। শুধু তাই নয়, একজন পেশাদার সাংবাদিকের কাছ থেকে ধারণকৃত চিত্র কেড়ে নেওয়ার অপচেষ্টা করে পুলিশ নিজেকে অপরাধীর পর্যায়ে নিয়ে গেছে।

অন্যদিকে, উত্তরা ১ নং সেক্টরে পরিচয় দানের পরেও সারোয়ার আলমের সঙ্গে পুলিশের সংশ্লিষ্ট এসি ও সার্জেন্টরা যে দুর্ব্যবহার করেছে তা শিষ্টাচার বহির্ভূত। বিনা কারণে তাকে হয়রানি করে পুলিশের ওই সদস্যরা কি উদ্দেশ্য হাসিল করতে চেয়েছেন তা শুধু তারাই বলতে পারবেন।

বিবৃতিতে নেতারা ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনার পূনারাবৃত্তি না ঘটে সেজন্য পুলিশ বিভাগের উর্ধ্বতনদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহবান জানান। একইসঙ্গে ঘটনা দু’টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়