শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ মে, ২০১৮, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৮, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসিএএ-তে নির্বাচন ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব চায় কাস্টমস এজেন্টরা

নিজস্ব প্রতিবেদক : চোরাচালান, শুল্ক ফাঁকি ও নানা দুর্নীতি বন্ধ করে দেশের শত শত কোটি টাকার রাজস্ব রক্ষায় সরকারের সহায়তা চেয়েছে সিএন্ডএফ এজেন্টরা। এজন্য সবার আগে ঢাকা কাস্টসম এজেন্টস এসোসিয়েশন-ডিসিএএ-তে সুষ্টু নির্বাচন ও সদস্যেদের দ্বারা সৎ ও ব্যবসায়ীবান্ধব নেতৃত্ব নির্বাচনের সুযোগ দাবী করেছেন তারা।

শনিবার (১৯মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি হলে এক সংবাদ সম্মেলনে ঢাকা কাস্টসম এজেন্টস ঐক্য পরিষদের নেতারা এ দাবী জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের উপদেষ্টা শেখ আতিয়ার রহমান দীপু বলেন, “সৎ সিএন্ডএফ ব্যবসায়ীরা আজ ব্যবসা হারিয়ে পথে নেমেছে অন্যদিকে সিএন্ডএঢ এজন্ট নামধারী টাউট চক্র জিম্মি করেছে ঢাকা কাস্টমস হাউজ, বিমানবন্দর কার্গো সেন্টার, কমলাপুর আইসিডি ও পানগাঁও আইসিডি। গুরুত্বপূর্ণ এসব কাস্টেম পয়েন্ট দিয়েই দেশের কয়েক লক্ষ্য কোটি টাকা মূল্যের আমদানি পণ্য, কাচাঁমাল খালাস হয় এবং রপ্তানী পণ্য জাহাজীকরণ হয়”।

ঐক্যপরিষদ সমন্বয়ক ও সাবেক ডিসিএএ সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “২০১৩-১৪ মেয়াদে নির্বাচিত সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ ও সাধারণ সম্পাদক ফারুক আলম তাদের মেয়াদ উত্তীর্ণ হবার চার বছর পারও সংগঠনটির কুক্ষিগত করে রেখেছে। তারা মিথ্যা ও অপ্রাসঙ্গিক মামলাসহ নানা কূটকৌশলে এসোসিয়েশনে নির্বাচনের পথ বন্ধ করে রেখেছে। স্বেচ্ছাচরীতা ও অবৈধ অর্থ উপার্জনের উদ্দেশেই তারা সংগঠনে গণতন্ত্র রোধ করে ক্ষমতা আঁকড়ে ধরে আছে।”

ঐক্যপরিষদ আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান সন্ডল বলেন, “ডিসিএএ-এর পেশাদার সদস্যরা আজ অভিবাকহীন ফলে সিএন্ডএফ ব্যবসার নামে দুর্নীতি বেড়েছে। তাই দেশের স্বার্থেই দেশের গুরুত্বপূর্ণ রাজস্ব কেন্দ্রে কর্মরত সিএন্ডএফ এজেন্টেদের সংগঠন থেকে জবরদখলকারীদের অপসারণ করে নতুন ডিসিএএ পরিষদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সবার সহযোগীতা ও উদ্যোগ দরকার।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়