শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০১৮, ০৮:২৫ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৮, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তর ইমপ্যাক্ট প্রকল্পের কর্মকর্তাদের সভা

মোঃ আল মামুন খান, ধামরাই : ধামরাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রকল্পের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রকল্পের মেয়াদ বাড়লো আরও এক বছর।

দারিদ্র্য বিমোচনের লক্ষে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (Integrated Management of Resource for Poverty Alleviation through Comprehensive Technology-IMPACT) ইম্প্যাক্ট (ফেজ-২) শীর্ষক প্রকল্পের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো ঢাকা জেলার ধামরাইয়ে। ১৬ মে, (বুধবার) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আনোয়ার হোসেন, পরিচালক (প্রশাসন ও অর্থ) আ. ন. আহম্মদ আলী এবং উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আঃ হামিদ খান সহ প্রকল্পের আওতায় নিয়োজিত ৬৬টি উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা বায়োগ্যাস সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও উপজেলা ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসারবৃন্দ।

উক্ত সভায় প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি পরবর্তী বছরের জন্য কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, প্রকল্পটি এই অর্থবছরের জুনে শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও প্রকল্পের কাজের অগ্রগতির কারণে পরিকল্পনা মন্ত্রণালয় হতে প্রকল্পের মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি হয়েছে। এই খবরটিও সবাইকে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে জানানো হয়।

মতবিনিময় সভার শেষে উক্ত প্রকল্পের সাঘাটা, গাইবান্ধার কমিউনিটি সুপারভাইজার মোঃ ইয়াসির আরাফাতের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে শোক প্রকাশ করা হয় এবং তার পরিবারের সদস্যদের হাতে প্রত্যেক উপজেলা হতে প্রাপ্ত অর্থ তুলে দেয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়