শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৯ মে, ২০১৮, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৮, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে রাস্তায় অবৈধভাবে মালামাল সংরক্ষণ ও বিপণনের অভিযোগে জরিমানা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ব্যস্ততম সড়কের পাশে অবৈধভাবে মালামাল সংরক্ষন ও বিপণনের অভিযোগ উঠেছে। রাস্তা জুড়ে বিভিন্ন মালামাল সংরক্ষন ও বিপণনের কারনে সড়ক দূর্ঘটনা সহ যানবাহন চলাচলে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। পথিচারীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অভিযোগে প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার মোরেলগঞ্জ-শরনখোলা ও মোরেলগঞ্জ-বাগেরহাট মহাসড়ক সহ বিভিন্ন সড়কে পাশের্^ ও সড়ক জুড়ে অবৈধভাবে মালামাল সংরক্ষন করে আসছে। কিছু স্বার্থান্বেষী মহল নিজ স্বার্থ চরিতার্থ করতে সড়ক জুড়ে ইট,বালি,খোয়া,কাঠের গুড়ি সহ বাস, ট্রাক অবৈধভাবে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আর এর কারনে যানবাহন ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ঘটছে অনেক দূর্ঘটনা।

৩০ মার্চ দুপুরে বগী-সাইনবোর্ট আঞ্চলিক মহাসড়কের খালকুলা এলাকায় সড়ক দূর্ঘটনায়  সানকিভাঙ্গা গ্রামের নুরুল হক শেখের পুত্র সুমন (২৬), ১৮ মার্চ বাগেরহাট-মোরেলগঞ্জ মহাসড়কের দোনা এলাকায় দূর্ঘটনায় মা শিল্পী আক্তার (৩৫) ও ছেলে স্কুল ছাত্র মো. ওমর (৭), ২৯ জানুয়ারী নব্বইরশি বাস ষ্ট্যান্ডের সন্নিকটে রাস্তার উপর রাখা নিরব ঘাতক ট্রাকের ধাক্কায় তন্ময় মালিঙ্গা (২৮)যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এভাবে প্রতিদিন কমবেশী সড়ক দূর্ঘটনা ঘটেছে। বাড়ছে মৃত্যুও হার।

এসব নানা অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ছোলমবাড়িয়া বাসষ্ট্যান্ড থেকে দৈবজ্ঞহাটী পর্যন্ত মহাসড়কের দুই পাশের অবৈধভাবে ইট,বালু ও কাঠের গুটি সংরক্ষনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা  করেন। আর এ অভিযোগে  মহাসড়কের আইনের আওতায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন , এ অভিযান অব্যাহত থাকবে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেছেন।

8 Attachments

  • সর্বশেষ
  • জনপ্রিয়