শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ মে, ২০১৮, ০৪:৩১ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৮, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে চেয়ারম্যান খান জাহিদ হাসানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৪নং সদর ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মরহুম খান জাহিদ হাসান এর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে, গতকাল শুক্রবার রাতে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগীয় সংগঠন ও সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে এদিন প্রয়াত চেয়ারম্যান খান জাহিদ হাসানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন ও কবর জিয়ারত এবং বিকেলে মরহুম চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তার স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মরহুম জাহিদ হাসানের সহধর্মিনী শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: মিজানুর রহমান, সহকারি কমিশনার (ভ‚মি) প্রিয়াংকা রানী পাল, উপজেলা আ.লীগের সভাপতি স্বপন দাশ, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, আ.লীগের সহ-সভাপতি আ. রাজ্জাক শেখ, মোস্তাহিদ সুজা, যুগ্ম সম্পাদক কাজি মো. মহসিন, ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক মো. আসলাম আলী মল্লিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হিটলার গোলদার, যুবলীগের আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান বাবু, শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অনিমেষ কুমার দাম, স্বেচ্ছাসেবক লীগের আহকায়ক শেখ ইমরুল হাসান, সদস্য সচিব কাজি বেলাল সাঈদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ প্রমূখ। আ.লীগ নেতা সমারেশ রায় চৌধুরী, দুলাল চন্দ্র দাশ, আবু বকর শেখ, শেখ ইউনুস আলী, শেখ মনিরুজ্জামান মনি, মো. জাহাঙ্গির হোসেন সহ দলীয় নেতা-কর্মী, ইউপি সদস্য ও বিভিন্ন সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মাও. হাবিবুল্লাহ এর পরিচালনায় দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়