শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৯ মে, ২০১৮, ০৪:২৪ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৮, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাসিক নির্বাচন থেকেই প্রচারণার সুযোগ পেতে পারেন মন্ত্রী-এমপিরা 

ডেস্ক রিপোর্ট : গাজীপুর সিটি করপোরেশনের ভোট থেকেই প্রচার-প্রচারণার সুযোগ পেতে পারেন মন্ত্রী-এমপিরা। এ লক্ষ্যে স্থানীয় সরকারের সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি সংশোধনের প্রস্তাব আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সূত্র জানায়, ইসির আইন ও বিধি সংস্কার কমিটি স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশোধনের প্রস্তাব প্রস্তুত করেছে। আগামী সপ্তাহে কমিশন সভায় অনুমোদন দিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ওকে করলে ১৮ জুন থেকে গাজীপুর সিটিতে প্রচারণার সুযোগ পাবে মন্ত্রী-এমপিরা। আচরণবিধি শুধু আইন মন্ত্রণালয় অনুমোদন দিলে ইসি গেজেট প্রকাশ করতে পারবে। সংসদ অথবা অন্য কোনো মন্ত্রণালয়ে পাঠাতে হবে না। সেক্ষেত্রে দ্রুত সংশোধন হতে পারে আচরণবিধি।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, বর্তমানে এমপিরা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির আওতায় আছেন। এটি ইউপি পৌরসভার ক্ষেত্রে প্রযোজ্য হলেও সিটি করপোরেশনের বিরাট এলাকায় নির্বাচন হলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাইরে থাকতে হয়। এ বিষয়টি বিবেচনা করেই সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে আচরণবিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি। নির্বাচন কমিশনাররা একটি কমিটি গঠন করেছেন, কবিতা খানমের নেতৃত্বে ওই কমিটি ইস্যুটি পর্যালোচনা করে একটি রিপোর্ট দিয়েছে।

ইসির উপসচিব ফরহাদ হোসেন বলেন, মন্ত্রী-এমপিদের প্রচারণার বিষয়ে আচরণবিধি সংশোধনের প্রস্তাব রেডি করেছে কমিটি। কমিশন অনুমোদন দিলে দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ১৮ জুন থেকে প্রচারণা করতে পারবেন প্রার্থীরা।

এর আগে ইসি এক মাসেরও বেশি সময় হাতে পাবে। ফলে আচরণবিধি সংশোধন করতে তেমন সমস্যা হবে না।
জানা গেছে, গাজীপুরের ভোট স্থগিত করেছিলেন আদালত। আপিল বিভাগ ওই আদেশ বৃহস্পতিবার (১০ মে) স্থগিত করেন এবং ২৮ জুনের মধ্যে ভোটের কথা বলেছেন। এ সময়ের মধ্যে নির্বাচন করতে হবে ইসিকে। ৩১ মার্চ গাজীপুরের তফসিল হয়। ১৫ মে ভোটের ৯ দিন আগে তা স্থগিত করা হয়। ১০ মে এ স্থগিতাদেশ ফের স্থগিত করেন আপিল বিভাগ।
নির্বাচন কর্মকর্তারা জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৭ মেয়র, ২৫৬ জন সাধারণ কাউন্সিলর ও ৮৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপি মনোনীত হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্রপ্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) প্রতীক নিয়ে ভোটে লড়বেন। গাজীপুর সিটি করপোরেশনের মোট আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার। ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ ও নারী ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৫টি। ভোট কক্ষ ২ হাজার ৭৬১টি।

এর আগে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মন্ত্রী-এমপির ওপর কড়া নিয়ন্ত্রণারোপ না করার দাবি জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। চার সদস্যের প্রতিনিধি দলের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছিলেন, সামনে স্থানীয় সরকারের নির্বাচন রয়েছে। মন্ত্রী-এমপিদের চলাফেরার ওপর যাতে নিয়ন্ত্রণ না করা হয়। যাতে স্বাভাবিক কাজে বাধা না দেয় তা দেখতে বলেছি। সূত্র: আলোকিত বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়