শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৯ মে, ২০১৮, ০২:৪১ রাত
আপডেট : ১৯ মে, ২০১৮, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমপির ইফতার বর্জন করলেন সাংবাদিকরা

ডেস্ক রিপোর্ট: সাংবাদিকদের সাথে অসদাচরণের কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইফতার বর্জন করেছে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অপরাধ বিষয়ক বিটের সাংবাদিকরা। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের প্রায় শতাধিক সাংবাদিক এই প্রতিবাদে শামিল হয়েছেন। এছাড়া ইফতার বর্জন করে বেশ কয়েকজন সাংবাদিক তাদের নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

সাংবাদিকরা বলছে, পুলিশ নিজেই সাংবাদিক নির্যাতন করবে আবার নিজেই সাংবাদিকদের দাওয়াত করে খাওয়াবে এটা মানা যায় না।

গত বৃহস্পতিবার (১৭ মে) ডিবিসি টেলিভিশনের সাংবাদিক আদিত্য আরাফাতকে কর্তব্যকালীন সময়ে ট্রাফিক পুলিশের এসি আশরাফ মহাখালীতে হয়রানী এবং গায়ে হাত দেন। এছাড়া সম্প্রতি বেসরকারি টেলিভিশন বাংলা টিভির সাংবাদিক আরমান কায়সার ও ক্যামেরাপারসন মানিকের ওপর চড়াও হন মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন। এসব ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সাংবাদিকরা এই ইফতার বর্জন করেছেন।

ইফতার যারা বর্জন করছেন তাদের মধ্যে রয়েছেন নাদিয়া শারমীন, দিপন দেওয়ান, রাশেদ নিজাম, ইউ এইচ জিসান, সৈয়দ নয়ন, গোলাম মুজতবা ধ্রুব, মহসিন কবীর, মশিউদ্দিন মাহির, ইমরান আলী, নাঈম জিকো, সাইফুল জুয়েল, হাসান আহমেদ, বাতেন বিপ্লব, ইমরান হোসাইন সুমন, সাব্বির আহমেদ, সাঈদুল ইসলাম, নাজমুল সাঈদ, সুশান্ত সাহা, আতিকুর রহমান তমাল, জুবায়ের সানী, শহীদুল রাজী, মোস্তাফিজুর রহমান সুমন, লাইজুল ইসলাম, তানভীর খন্দকার, শাহ ইমন, মাইনুল সোহাগ, কামাল হোসেন তালুকদার প্রমুখ।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, ‘সাধারণ সাংবাদিকদের ওপর পুলিশ সব সময় নির্যাতন করে। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের মাত্রা দিন দিন বাড়ছে। তাই আমরা পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এই ইফতার বর্জন করেছি।’

সারাবাংলা ডটনেটের সাংবাদিক জিশান বলেন, ‘আমরা সাংবাদিকরা সবাই এই ইফতার বর্জন করেছি। প্রতিবাদ হিসেবে এই বর্জন। যারা সাংবাদিক নির্যাতন করে তারাই আবার কাছে ডেকে সাংবাদিকদের খাওয়াতে চাই। আমরা ওখানে খেতে যেতে চাই না।’

জিশান আরও বলেন, ‘একদিকে ইফতার মাহফিল তার পূর্ব মুহূর্তে সাংবাদিক নির্যাতন। যারা ডেকে দাওয়াত দিয়েছে তারাই নির্যাতন করছে। আমরা তাদের এই দাওয়াত গ্রহণ করতে পারব না। সাংবাদিক এবং সাংবাদিকতার স্বার্থে আমাদের এই অবস্থান।’

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ কমিশনার (এডিসি) মো. ওবায়দুল রহমান বলেন, ‘এটা একটা ভুল বোঝাবোঝি ছিল, ঠিক হয়েছে গেছে।’ ইফতারে সব সাংবাদিকরা উপস্থিত হবেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়