শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৯ মে, ২০১৮, ০২:৩২ রাত
আপডেট : ১৯ মে, ২০১৮, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিএনপির বক্তব্য অনেকটা ম্রিয়মান’

আশিক রহমান: নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিএনপির এখনকার বক্তব্য অনেকটা ম্রিয়মান বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আমাদের অর্থনীতিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনীতির চেয়ে দলটি এখন মামলা-হামলা সামলাতেই বেশি ব্যস্ত। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে বিএনপি যে ভুল করেছে সে সম্পর্কে প্রথম অভিমত এসেছে তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে। কাজেই তাদের পক্ষে এবার এই ভুলটি করা সম্ভব না।

তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত বিশ্বাস, বিএনপি নির্বাচনে যাবে, মুখে তারা যাই বলুন না কেন। তাদের সম্পর্কে যে কথাটি বলা হয় নির্বাচনে না গেলে দলটি নিবন্ধন হারাবে। নির্বাচনে না গেলে তো দলটি ভেঙে যাবে।

ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ২০১৮ বাংলাদেশের নির্বাচনের বছর। সে কারণেই এখন রাজনীতির মাঠ সরব ও সরগরম। ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে। বিপরীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোও তৎপর হওয়ার চেষ্টা করছে। প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিরও নির্বাচনি তৎপরতা রয়েছে। তবে তাদের অনেক সমস্যা রয়ে গেছে। তাদের সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব সংকট প্রকট। এর মধ্যে দলটির দুই শীর্ষ নেতা দারুণ বিপত্তির মধ্যে আছেন।

তিনি বলেন, তারেক রহমান মুচলেকা দিয়ে চিকিৎসার জন্য ইংল্যান্ডে গেছেন যে তিনি রাজনীতি করবেন না, কিন্তু তিনি তো রাজনীতি করছেন লন্ডনে বসে। কিন্তু যেভাবে তিনি আইনি প্রক্রিয়ায় অভিযুক্ত, তাতে করে তার পক্ষে নির্বাচনে আসা সম্ভব না। বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াও কারারুদ্ধ। এ পরিস্থিতিতে বিএনপি কোন অবস্থানে যাবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়