শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ মে, ২০১৮, ০৭:১০ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৮, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেন্নাইকে ৩৪ রানে হারালো দিল্লি

কেএম হোসাইন : হার বা জিতে কোন কিছুই আশে না  দিল্লি ডেয়ার ডেভিলস। কারণ আগেই ছিটকে গেছে প্লে অফের দৌড় থেকে। তাই চেন্নাইকে ৩৪ রানে হারিয়ে সান্ত্বনার চতুর্থ জয় পেয়েছে দিল্লি। প্লে অফ নিশ্চিত হয়ে যাওয়া চেন্নাই সুপার কিংসের এই হারে কিছুই যায় আসে না।

ফিরোজ শাহ কোটলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ধোনির দল। প্লেঅফ নিশ্চিত হওয়ায় তাদের বর্তমান লক্ষ্য সেরা দুই। তেমন লক্ষ্য অর্জনে তাদের ধাক্কা দিয়েছে দিল্লি। ৫ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করার পর নিয়ন্ত্রিত বোলিংয়েও তাদের আটকে রাখে শেষ পর্যন্ত। রিশাভ পান্ত ৩৮, বিজয় শংকরের অপরাজিত ৩৬ ও হারশাল প্যাটেলের ঝড়ো ১৬ বলের অপরাজিত ৩৬ রানই ছিল উল্লেখযোগ্য।

চেন্নাইয়ের পক্ষে দুটি উইকেট নেন লুঙ্গি এনগিডি। জবাবে খেলতে নেমে ওপেনার আম্বাতি রাইডুর ২৯ বলে করা হাফসেঞ্চুরিও কাজে আসেনি চেন্নাইয়ের। এছাড়া আর কেউ প্রতিপক্ষের ওপর চেপে খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে তারা থামে ১২৮ রানে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৭ রান করেন। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও অমিত মিশ্র।

পয়েন্ট টেবিলে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিবদের দল সানরাইজার্স হায়দরাবাদ। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় চেন্নাই সুপার কিংস ও ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় কলকাতা নাইট রাইডার্স। অপর দিকে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এরপরে ধারাবাহিকভাবে রয়েছে মুম্বাই, বেঙ্গালুরু, রাজস্থান ও পাঞ্জাব। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার নিচে দিল্লি ডেয়ার ডেভিলস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়