শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ মে, ২০১৮, ০৬:০১ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৮, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিটারসেনকে নিয়ে ভারতীয় বোর্ডে উত্তেজনা

স্পোর্টস ডেস্ক : ভারতীয় বোর্ডের বার্ষিক আয়োজন মনসুর আলী খান পতৌদি বক্তৃতায় ভাষণ দেওয়ার রীতি ভারতীয় ক্রিকেটারদেরই। অনেক দিন ধরে এমন রীতি চলে আসছিল। এবারই প্রথম ভারতের বাইরে কেভিন পিটারসেনকে বাছাই করায় উত্তেজনা ছড়াচ্ছে বোর্ডের কর্তাদের মাঝে।

বার্ষিক এই বক্তৃতায় আগের সব ক্রিকেটারই ছিলেন ভারতীয়। এরা হলেন সুনীল গাভাস্কার, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষণ, রাহুল দ্রাবিড় ও ফারুক ইঞ্জিনিয়ার।

এবার রীতি ভাঙার পেছনে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপক সাবা করিম। তার এমন কাজে খুশি হতে পারেননি বোর্ডের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী। এই উদ্যোগের পর বিদ্রুপ করে অমিতাভ বলেছেন, ‘তার ইমেইল ও এমনটি করতে পেরে তার সন্তুষ্টি দেখে আমি বিস্মিত হয়েছি। দ্বিধায় পড়েছি এটা কি মনসুর আলী খান পতৌদির বক্তৃতা নাকি স্যার লেন হাটন অথবা স্যার ফ্র্যাঙ্ক উলির লেকচার।’

ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তার এমন ক্ষোভের কারণ তিনি স্বদেশি কয়েক জনের নাম প্রস্তাব করেছিলেন সাবা করিমকে। উল্টো দিকে সাবা করিমের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, নাসের হুসেইন ও কেভিন পিটারসেন। শুরুতে বোর্ডের পরিচালকরা সাঙ্গাকারাকে বেছে নিয়েছিলেন। এ সিদ্ধান্তেও আপত্তি জানিয়েছিলেন অমিতাভ চৌধুরী। পরে অবশ্য সাঙ্গাকারা এতে আসতে রাজি হননি।

অমিতাভের প্রস্তাবনায় ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার নরি কন্ট্রাক্টার, চান্দু বোর্দে, এরাপল্লি প্রসন্ন ও আব্বাস আলী বেগ। তাদের নাম প্রস্তাবনার পেছনে অন্যতম যে কারণটি ছিল সেটা হলো সবাই টাইগার পতৌদির সঙ্গে খেলেছেন। তাই এই সময়ে যেই চ্যালেঞ্জগুলো ভারতীয় ক্রিকেট মুখোমুখি হয়েছিল তার একটা পূর্ণ চিত্র হয়তো পাওয়া যেত।

অমিতাভ চৌধুরীর ক্ষোভের ব্যাখ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কাউকে হেয় করতে এমনটি করা হয়নি। বক্তৃতার মান উন্নয়নেই এমনটি করা হচ্ছে। সৌরভ গাঙ্গুলীর নাম গতবারও ছিল। কিন্তু একজন বোর্ড প্রশাসক হওয়ায় তাকে বেছে নিতে আপত্তি বোর্ডের। তাই যারা ভারতীয় ক্রিকেটের বন্ধু, বাকিদের উদ্দেশে এ নিয়ে কথা বলতে পারেন। এমন ভাবনা থেকেই পিটারসেনকে বেছে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়