শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৮ মে, ২০১৮, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান ইসলামী আন্দোলনের

রফিক আহমেদ : চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহŸান জানিয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকররম উত্তর গেটে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্যে তিনি এ আহŸান জানান।

মাওলানা ইউনুস আহমদ বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। এই কারণে ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে যুদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় শান্তি আসবে না। বিশ্বে অশান্তি সৃষ্টির মূলহোতা আমেরিকার সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদেরকে এক ঘরে করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব ইসরাইলের সঙ্গে সৌদি যুবরাজ সালমানের বিশেষ সম্পর্কের তীব্র সমালোচনা করে বলেন, একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে সরকারের ভ‚মিকার প্রশংসা করে আরও কঠোর ভ‚মিকা নেওয়ার আহŸান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সংগঠনের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন। আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, আনোয়ার হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম ও এমদাদুল্লাহ ফাহাদ প্রমুখ।

সমাবেশ শেষে ফিলিস্তিনে গণহত্যা ও জেরুজালেমে দূতাবাস স্থাপনের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা ক্রীড়া পরিষদের সামনে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়