শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০৮:১২ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৮, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ রোজার মধ্যে মজুরি ও বোনাসের দাবি গার্মেন্ট শ্রমিকদের

ফাহিম ফয়সাল : ২০ রোজার মধ্যেই ১৬ হাজার টাকা মজুরি এবং বেসিকের সমান বোনাসের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিকরা। একই সাথে রামপুরার আশিয়ানা গার্মেন্ট কারখানাসহ বন্ধ অন্যান্য কারখানা খুলে দেওয়ার জোর দাবি জানান তারা।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মজুরি বোর্ডের কার্যক্রম ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে। অথচ এটি ছয় মাসের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। মজুরি বোর্ডে মালিক পক্ষের প্রতিনিধির সদিচ্ছার অভাবে কেবল একটি সভা হয়েছে। গত ২৫ এপ্রিল দ্বিতীয় সভা করার কথা থাকলেও তা করা হয়নি। ইচ্ছাকৃতভাবে মজুরি বোর্ডের কার্যক্রম বিলম্বিত করার জন্যই এমন ষড়যন্ত্র হচ্ছে। অবিলম্বে এটি বন্ধ করে ন্যূনতম ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে। অন্যথায় বিহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

বক্তারা বলেন, আগামী ২০ রোজার মধ্যেই মজুরি এবং বেসিকের সমান বোনাস পরিশোধ করতে হবে। শুধু বেতন বোনাস নয়, বন্ধ কারখানা খুলে দিতে হবে। যেসব কারখানা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেনি তাদের ঈদের আগেই সেগুলোও পরিশোধ করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, কার্যকরি সভাপতি রুহুল আমীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন, সাদেকুর রহমান শামীম, ইকবাল হোসেন, জয়নাল আবেদীন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়