শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরদারির ব্যর্থতায় রমজানের শুরুতেই নিত্যপণ্যের বাজারে আগুন

জান্নাতুল ফেরদৌসী : রমজানের শুরুতেই রাজধানীর বাজারে দ্রব্য নিয়ে বিশৃঙ্খলা, সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না প্রায় কিছুই। বিভিন্ন বাজারে ১০০ টাকা ছুঁয়েছে শসা ও গাজরের কেজি। পাশাপাশি কিছুটা বেড়েছে মরিচের দাম। সেই সঙ্গে সব সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। ৫০ টাকার নিচে কোনো সবজির কেজি মিলছে না। বাজার নজরদারিতে সরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণেই প্রতিদিন পকেট কাটা যাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।

রাজধানীর বাজারে একমাত্র গরু আর খাসির মাংস ছাড়া আর কোনো পণ্যই সরকারের বেধে দেয়া দামে বিক্রি হচ্ছে না। রমজানের অজুহাতে ব্রয়লার বা দেশি মুরগী দুটোর দামই চড়া। পেঁয়াজের দাম কমলেও মানছেন না বিক্রেতা। সবজির বাজারেও বিশৃঙ্খল পরিস্থিতি।

দেশি গরুর মাংস ৪৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে সিটি করপোরেশন। বিদেশি হলে এর দাম আরো কম। খাসির মাংস ৭২০। তবে দেশি -বিদেশি গরুর মাংসের পার্থক্য করা বা ছাগলের মাংস চেনা ক্রেতার জন্য সহজ কাজ নয়।

ব্রয়লার মুরগীর নির্ধারিত দাম ১৪২ টাকা কেজি। কিন্তু এর দাম ১৬৫ টাকা পর্যন্ত রাখছেন বিক্রেতারা। দেশি মুরগী ৫০০ টাকা কেজি। সোনালী ৩০০ টাকা। তবে বিক্রেতা অস্বীকার করলেও বাজার জুড়েই দেশি মুরগীর খাঁচায় সোনালী জাতের মুরগী দেখা গেছে।

২ দিন আগে সর্বশেষ বাজার দর হালনাগাদ করা হয়েছে মোহাম্মদপুর কৃষি মার্কেটে। তবে এই দামের সাথে বাজার পরিস্থিতির কোন মিল নেই। একই ছাদের নিচে কেউ পেঁয়াজ বিক্রি করছেন ৪৫ টাকা কেজি। কেউ ৪০, কেউ ৫০।

তাজা সবজির নাম করে কেউ দেশি শসা ও পটল বিক্রি করছেন ১০০ টাকা কেজি। বেগুন ৮০ টাকা। ঢেড়স ৬০। পাকা টমেটো ও করলার দাম নতুন করে কিছুটা বেড়েছে। ৪০-৫০ টাকা কেজি বিক্রি হওয়া টমেটোর দাম বেড়ে হয়েছে ৬০-৭০ টাকা। করলা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৪৫-৫০ টাকা।

দামের এ উত্তাপ শাকেও লেগেছে। লাল শাক, সবুজ ডাটা শাক, পাট শাক, কলমি শাক বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা আটি, যা আগের সপ্তাহে ছিল ৫-১০ টাকা আটি। আর ২০-২৫ টাকা আটি বিক্রি হওয়া পুইশাক ও লাউ শাক বেড়ে হয়েছে ৩০-৩৫ টাকা।

ব্যবসায়ী বলছেন,  রোজা, রোজার কারণেই এখন সব ধরনের সবজির দাম কিছুটা বেশি। রোজা চলে গেলে হয়তো সব সবজির দাম কমে যাবে। শসা ও বেগুনের দাম রোজার পর অবশ্যই কমবে। তবে রোজার ভেতর এ দু'টি পণ্যের দাম কমার সম্ভাবনা নেই। সূত্র: ডিবিসি নিউজ টিভি, জাগো নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়