শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০৫:০২ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৮, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাতারা এগিয়ে এলেই রোহিঙ্গাদের পুষ্টিকর খাবার দেয়া সম্ভব : ডব্লিউ এফ পি

হ্যাপী আক্তার : কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সহকারী নির্বাহী পরিচালক ভ্যালেরি গুয়ারনিয়েরি বলছেন, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পুষ্টিকর খাবার দিতে এখনই প্রয়োজন ২০ কোটি ডলার। দাতারা এগিয়ে না এলে রোহিঙ্গাদের জন্য খাবার সরবরাহ কমবে।

তিনদিনের সফরে বাংলাদেশে এসে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সহকারী নির্বাহী পরিচালক ভ্যালেরি গুয়ারনিয়েরি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সরবরাহ থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থাপনা বাংলাদেশ খুব ভালো করে করেছে।

ভ্যালেরি গুয়ারনিয়েরি জানান, এই মুহূর্তে সাড়ে আট লাখ রোহিঙ্গাকে খাদ্য সরবরাহ করছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। আর এ বাবদ সংস্থাটির কাছে রয়েছে মাত্র ৪৩ লাখ ডলার। আগামী ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গাদের খাদ্য বাবদ ২০ কোটি মার্কিন ডলার দরকার। আর এখনই এই টাকা না পেলে রোহিঙ্গা শরণার্থীদের পুষ্টিকর খাবার দেয়া সম্ভব হবে না।

তিনি বলেন, টাকা না পেলে চাল, ডাল এবং তেলসহ পুষ্টিকর খাবারের যে প্যাকেজটি এখন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সরবরাহ করছে তা করা সম্ভব হবে না। দাতা দেশগুলো এখনই এগিয়ে না এলে খাবার সরবরাহ কমিয়ে দিতে হবে। আসন্ন বর্ষা মৌসুম আসার আগেই রোহিঙ্গাদের জন্য কিছু খাদ্য মজুদ করার কথাও ভাবছে জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপি। সূত্র : ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়