শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৮, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার অবৈধ অভিবাসীদের ‘পশু’ বললেন ট্রাম্প

আব্দুর রাজ্জাক: এবার অবৈধ অভিবাসীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটিতে আসা অবৈধ অভিবাসীদের ‘পশু’ বলে আখ্যা দিয়েছেন। এর আগে একবার আফ্রিকানদের ‘শীটহোল’ বলে তিনি ব্যাপক বিতর্কের হৈচৈ ফেলে দিয়েছিলেন। যদিও পরে তা অস্বীকার করেছিলেন। এবার তিনি আরো একটি বিরুপ মন্তব্য করে নতুন আরেকটি বিতর্কের জন্ম দিলেন। তবে তিনি শুধু মেধাবীরাই দেশটিতে যেতে পারবে বলেও মন্তব্য করেন।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘এখনো অনেকেই আমাদের দেশে আসছে এবং অনেকেই আসার চেষ্টা করছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে, তারা কতটা খারাপ। তারা আসলে মানুষ না বরং পশু। তার পরও আমরা তাদের দেশ থেকে বের করে দিচ্ছি না।’

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন দুর্বল তাই তা এখন শক্তিশালী করা হবে। বর্তমান আইনকে তিনি একটি ‘বোবা’ আইন বলে আখ্যায়িত করেন। কিন্তু এখন এগুলো পরিবর্তনের সময় এসেছে। তাই তা অবশ্যই করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক নেতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে এক বৈঠকে এসব মন্তব্য করেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়। বৈঠকে খুবই উত্তেজনার সাথে জানান, ‘আমরা শীঘ্রই তাদের দেশের বাইরে পাঠিয়ে দিব এবং অবশ্যই দিব। তারা যেন আর ফিরতে না পারে সেব্যাপারেও সিদ্ধান্ত নিব।’ তিনি বৈঠকটি থেকে যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর সীমান্তে আরো কঠোর অবস্থান নেয়ার ব্যাপারেও গুরুত্বারোপ করেন। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়