শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০৭:২৬ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৮, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলে পরীক্ষায় ফেল করায় বাবার উৎসব

ডেস্ক রিপোর্ট : ছেলে মাধ্যমিক পরীক্ষায় চার বিষয়ে ফেল করেছে। তাতে দুঃখ নেই বাবার। বরং মিষ্টি বিলিয়ে, বাজনা বাজিয়ে মেতেছেন উৎসবে। বাবা সুরেন্দ্র ব্যাস ছেলেকে পরীক্ষায় ফেল করায় তাড়া করেননি। বরং উৎসাহ দিয়ে বুকে টেনে নিয়েছেন।

ভারতের মধ্যপ্রদেশের টিলি এলাকার বাসিন্দা সুরেন্দ্র ব্যাস। তার ছেলে আশু ব্যাস এবার মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল।

১৪ মে, সোমবার মধ্যপ্রদেশের মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। ওই ফলাফলে দেখা যায়, মাধ্যমিকে ৩৪ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়। এর মধ্যে আশু ব্যাস চার বিষয়ে অকৃতকার্য হয়। বাড়িতে এই খবর নিয়ে আসার পর বাবা জড়িয়ে ধরেন ছেলেকে।

বাবা সুরেন্দ্র ব্যাস বলেন, ‘মন ভাঙবে না। ভবিষ্যতে তুমি ভালো ফল করবে।’ শুনে অবাক ছেলে। শুধু তাই নয়। ফল প্রকাশের পরদিন এক আনন্দ উৎসবের আয়োজন করেন বাবা। ছেলের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীকে খবর দেওয়া হয়। বাড়িতে আনা হয় ব্যান্ডপার্টি। চলে আতশবাজি পোড়ানো। ঢোল বাজিয়ে আনন্দ মিছিলও বের হয়। এরপর খানাপিনা। উৎসবে মেতে উঠে সুরেন্দ্র ব্যাসের বাসভবন। আয়োজন করা হয় নানা খাবারের।

সুরেন্দ্র বলেন, ‘আমি চাইনি ছেলে হতাশ হয়ে পড়ুক। ওকে উৎসাহ দিতেই এই উৎসবের আয়োজন করেছি। মাধ্যমিক পরীক্ষা তো আর জীবনের শেষ পরীক্ষা নয়।’

প্রসঙ্গত, এবার মধ্যপ্রদেশ বোর্ডের পরীক্ষার ফল প্রকাশের পর ১১ জন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের মধ্যে ছয়জন মারা গেছে। দশম শ্রেণির পরীক্ষায় ৩৪ শতাংশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৩৪ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। সূত্র : প্রিয়.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়