শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০৪:৫৪ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৮, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ভিসির সঙ্গে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আনাস ভূঁইয়া : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের অভিভাবক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আক্তারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটি।

বৃহস্পতিবার সকালে সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাসিব বিল্লাহ’র নেতৃত্বের নতুন কমিটির নেতারা উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপাচার্য তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে অভিনন্দন জানিয়ে ড. আক্তারুজ্জামান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। শিক্ষার মান ও প্রতিষ্ঠানের মান উন্নয়নে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখতে পারে। আমি আশা করবো ঢাকা কলেজ সাংবাদিক সমিতি কলেজের শিক্ষার মান বৃদ্ধিতে ভালো ভূমিকা রাখবে। এসময় তিনি সাংবাদিক সমিতির নতুন কমিটির সফলতা কামনা করেন।

পরে ঢাকা কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জম হোসেন মোল্লা ও উপাধ্যক্ষ নেহাল আহমেদকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সাংবাদিক সমিতির নেতারা। এসময় কুশল বিনিময়ে তারা সাংবাদিক সমিতির পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং কলেজের শিক্ষার মানোন্নয়নে সাংবাদিক সমিতিকে ভূমিকা রাখার আহ্বান জানান। এসময় অধ্যক্ষ সাংবাদিক সমিতির নতুন নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি শাহ আলম, সহসভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াছ, তানভীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাকুরী, দফতর সম্পদক শাহাদাত সাদমান, প্রচার সম্পাদক আবদুর রহিম, ক্রিড়া সম্পাদক মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক এজেড ভূঁইয়া আনাস ও সদস্য বিল্লাল হোসাইন সাগর প্রমুখ।

এর আগে গতকাল (বুধবার) সাকল থেকে ভোটগ্রহণ শেষে দুপুরে সভাপতি পদে একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে রেডিও টুডে’র স্টাফ রিপোর্টার হাসিব বিল্লাহকে বিজয়ী ঘোষণা করেন ৪ সদস্যের নির্বাচন কমিশন। এসময় সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বকে স্বাগত জানান কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়