শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০৪:৫১ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৮, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্রসীমায় অনুমতি ব্যতীত কোন পক্ষেরই তেল-গ্যাস অনুসন্ধানের অধিকার নেই : চীন

নূর মাজিদ: চীনের পররাষ্ট্রমন্ত্রালয় তাদের সাম্প্রতিক এক বিবৃতিতে জানিয়েছে, চীনের ঘোষিত সমুদ্রসীমায় অনুমতি দেশটির অনুমতি সাপেক্ষেই তেল-গ্যাস অনুসন্ধান পরিচালনা করতে হবে। এসময় অনুমতি ছাড়া এমন খনিজ অনুসন্ধানের অধিকার অন্য কোন রাষ্ট্রের নেই বলেও তারা জানায়।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রালয়ের মুখপাত্র লু কাং এসব কথা বলেন। দক্ষিণ চীন সাগরে ভিয়েতনাম সরকারের পক্ষে রুশ কোম্পানি ‘রসনেফট’ পরিচালিত অনুসন্ধান কার্যক্রমের প্রেক্ষিতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তবে রুশ কোম্পানিটি জানিয়েছে, তারা ভিয়েতনাম সরকারের অনুমতি নিয়েই দেশটির নির্ধারিত জলসীমায় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের বিপুল অংশ চীন নিজের জলসীমার অবিচ্ছিন্ন অংশ বলেই মনে করে। লু কাং বলেন, কোন ধরণের অপরিণামদর্শী অনুসন্ধান কার্যক্রম সংশ্লিষ্ট দেশগুলোর মাঝে সম্পর্ক তিক্ত করে তুলতে পারে। এসময় তিনি আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সকল পক্ষকে চীনের সার্বভৌমত্তে¡র প্রতি সম্মান জানাতেও আহ্বান  করেন। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়