শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০৪:২০ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৮, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছর জেএসসি পরিক্ষায় ৭ বিষয়ে পরীক্ষা হবে ৬৫০ নম্বরে

সাজিয়া আক্তার : চলতি বছরের জেএসসিতে ৭ বিষয়ে ৬৫০ নম্বরে পরিক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের উপর চাপ কমানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসেই এবিষয়ে প্রজ্ঞাপন জাড়ি করবে শিক্ষামন্ত্রনালয়।

২০১০ সাল থেকে অষ্টম শ্রেণিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২০১৬ সাল পর্যন্ত মোট ১৩টি বিষয়ে পরিক্ষা হতো। পরে গত বছরে তিনটি বিষয় কমিয়ে দশটি বিষয় পরিক্ষা নেয়া হয়। এবছরে জেএসসি পরিক্ষার বিষয় আরো কমিয়ে আনা হয়েছে। বাংলা ১ম ও দ্বিতীয় মিলিয়ে ১০০ নম্বরের একটি পরিক্ষা হবে। ইংরেজিতেও দুই পত্র মিলে ১০০ নম্বরে পরিক্ষা হবে। গণিত, ধর্ম , বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০০ নম্বরের পরিক্ষা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে ৫০ নম্বরের পরিক্ষা হবে।

আন্ত শিক্ষাবোর্ড সমন্বয়ক অধ্যাপক জিয়াউল হক বলেন, ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরিক্ষা নিব। এবিষয়ে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছি। মন্ত্রণালয় খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারুকলায় ঐচ্ছিক বিষয়ের মূল্যায়ন হবে বিদ্যালয়ে। শিক্ষার্থীদের উপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধ্যাপক জিয়াউল হক আরো বলেন, সাধারণত ১০০ নম্বরের পরিক্ষা আমরা ১ ঘণ্টায় নেই। এর পরের পরিক্ষা আমরা ২ ঘণ্টা বা আড়াই নেই । এটি নির্ভর করবে কারিকলামের উপরে এবং এনসিটিভি যেভাবে ঠিক করবে সেভাবেই পরিক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে অভিভাবকদের দাবি শুধু বিষয় কমানো নয়, জেএসসি পরিক্ষা বাতিলের।

অভিভাবক ঐক্য ফোরাম সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, জেএসসি পরিক্ষাটা আদো প্রয়োজন আছে কিনা সরকারের ভেবে দেখা দরকার। এই পরিক্ষার কারণে অনেক বাচ্চা শৈশব হাড়িয়ে ফেলছে।

আগামী পহেলা নভেম্বর অনুষ্ঠিত হবে ৭ বিষয়ে জেএসসি পরিক্ষা।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়