শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০৪:০৮ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৮, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানের বাজার মনিটরিংয়ে প্রতিদিনই মাঠে থাকবে ভোক্তা অধিকার

ফয়সাল মেহেদী: রমজানে ক্রেতাদের স্বস্তি দিতে বাজার তদারকিতে প্রতিদিনই মাঠে থাকবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইতিমধ্যে সংস্থাটির সাধারণ টিমের পাশাপাশি বিশেষ টিম বাজার মনিটরিংয়ে কাজ শুরু করেছে। রমজানকেন্দ্রিক পণ্যের দাম বৃদ্ধি ও জাল-জালিয়াতি ঠেকাতে তথা ভোক্তাদের সুরক্ষা দিতে সক্রিয় থাকবে সংস্থাটি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর বলেন, অন্যান্য দিনের পাশাপাশি শুক্র-শনিবারও আমাদের উভয় টিম বাজার অভিযান পরিচালনা করবে।

জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছাড়াও এবার একসঙ্গে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ), র‌্যাব-পুলিশের ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে বাজার তদারকির জন্য ১৪টি মনিটরিং টিম গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই কমিটি বাজারে অভিযান শুরু করেছে। যা চলবে মাসজুড়ে। ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিদিন রাজধানীসহ সারাদেশে এ অভিযান পরিচালিত হবে।

এর মধ্যে বিএসটিআই বিভিন্ন প্যাকেটজাত পণ্যের দাম নিয়ে কাজ করবে। পণ্যের প্যাকেটের গায়ে দাম লেখা আছে কি না, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, উৎপাদান ও মেয়াদ সঠিকভাবে উল্লেখ আছে কি না, পণ্যে ভেজাল রয়েছে কি না তা খতিয়ে দেখবে সংস্থাটি। এদিকে বিএফএসএর মোবাইল কোর্ট সাধারণ খাদ্যপণ্যের ভেজাল, পণ্য তৈরির পরিবেশসহ নানা বিষয়ে বাজার মনিটরিং করবে।

এদিকে রমজান উপলক্ষে ১৭ মে বৃহস্পতিবার দুপুরে হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার থেকে ডিএসসিসির ৫টি অঞ্চলে ৫টি টিম মাঠে নামবে। রমজান মাসে পণ্যের দাম ক্রেতা সাধারণের নাগালে রাখতে, পাশাপাশি বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য যেন বিক্রি করতে না পারে সে লক্ষ্যে ডিএসসিসির ৫টি অঞ্চলে ৫টি টিম অভিযান পরিচালনা করবে।

তিনি বলেন, গত রমজানের তুলনায় অধিকাংশ পণ্যের দাম কম রয়েছে। রমজানে যদি কেউ পণ্যের মূল্য বেশি নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়