শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০৩:৫০ রাত
আপডেট : ১৮ মে, ২০১৮, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে ইফতার নিয়ে যাবে মহিলা দল

শাহানুজ্জামান টিটু : প্রথমবারের মত কারাগারে থেকে এবার রোজার পালন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার দল বিএনপি এবার তাকে ছাড়াই ইফতারে সব আয়োজন সম্পন্ন করেছে। অন্য বছর খালেদা জিয়া রোজার প্রথম দিনের ইফতার করতেন দেশের আলেম ওলামা ও এতিম শিশুদের সঙ্গে। এবার তাকে ছাড়াই রাজধানীর লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করেছে বিএনপি। তার জন্য সেখানে চেয়ার থাকবে কিন্তু ওই চেয়ারটি থাকবে খালি। চেয়ার খালি রাখা হবে এক ধরণের প্রতিবাদ। খালেদা জিয়া ছাড়া এই ইফতারের আয়োজন দলটির নেতাকর্মীদের মধ্যে বেদনা রয়েছে। তারা মনে করেন একেবারেই অন্যায়ভাবে তাদের নেত্রীকে সাজা দেওয়া হয়েছে। কারাবন্দি খালেদা জিয়ার জন্য প্রথমদিনে কারাগারে ইফতার নিয়ে যাবে মহিলা দলের নেত্রীরা। যখন রাজধানীর লেডিসক্লাবে ইফতার হবে তখন নেতাকর্মী ছাড়াই একা ইফতার করবেন কারাবন্দি খালেদা জিয়া ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদের ও সাধারণ মানুষকে ব্যাথিত করছে। ওনি দেশের জন্য দেশের মানুষের জন্য সারাজীবন কাজ করেছেন আজ ওনাকে একেবারেই মিথ্যা একটি মামলায় সাজা দিয়ে জেলে রাখা হয়েছে। ওনি প্রতিবার রোজার শুরুতে এতিমদের সঙ্গে ইফতার করতেন। কিন্তু ওনার অনুপস্থিতিতে এবার ইফতার হবে। এটা সবার জন্য দু:খজনক। এতিমরা তার সান্নিধ্য থেকে বঞ্চিত হবে। সেই এতিমরাতো ওনাকে আজ দেখবেন না। রমজান মাসে ওনাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। এটাতো মুসলমানের দেশকে অনমানবিকতার দিকে ঠেলে দিয়েছে। এই দেশে এখন আর মানবিকতা তারা রাখছে না। তিনি বলেন, ম্যাডামের জন্য চেয়ারটা খালি থাকবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির বলেন, বিএনপি চেয়ারপারসন এই প্রথম জেলে রোজা পালন করছেন একটি রাজনৈতিক সরকারের সময়ে। এটা আমাদের জন্য খুবই কষ্টের। প্রতিবছর গুলশান অফিস ও তার বাসভবনে তারাবির নামাজ আদায় করতেন। প্রথম রোজায় তিনি এতিম আলেম ওলামাদের নিয়ে ইফতার করতেন সেটা থেকে আমরা বঞ্চিত ্এতিমরাও বঞ্চিত। এটা আমাদের জন্য বেদনার ও দু:খজনক। এছাড়া মহিলা দলের পক্ষ থেকে জেলে ইফতার নিয়ে যাবেন মহিলা নেত্রীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়