শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০৩:০৭ রাত
আপডেট : ১৮ মে, ২০১৮, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট নিয়ে ভারতীয় বোর্ডের সমালোচনায় গৌতম গম্ভির

স্পোর্টস ডেস্ক: টেস্টের জন্য কি করেছে বা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই? ভারতের অভিজ্ঞ ওপেনার গৌতম গম্ভিরের কথায় এটা মনে আসতে বাধ্য। কারণ, এই সোজা কথার মানুষটি বলছেন, ক্রিকেটের শুদ্ধ সংস্করণ টেস্টের প্রচার ও প্রসারে যথেষ্ট কিছু করেনি ভারতীয় বোর্ড। বোর্ড হয়তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে দারুণ জনপ্রিয় ও সফল করে তুলতে সব কিছুই করেছে। কিন্তু দীর্ঘ পরিসরের ক্রিকেট নিয়ে অতোটা করা হয়নি।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন গাম্ভির তার সোজা কথার জন্য বিখ্যাত। ভারতীয় বোর্ডের প্রশাসক দলের প্রধান বিনোদ রাই এবং প্রধান নির্বাহী রাহুল জোহরির সামনেই সমালোচনার জন্য মুখ খুললেন। ' আমার মনে হয় না বিসিসিআই টেস্ট ক্রিকেটের প্রচার-প্রসারে তেমন কাজ করেছে যতোটা করেছে ওয়ানডে ও টি-টুয়েন্টির বেলায়। আমার মনে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (২০১১) ইডেন গার্ডেন্সে একটা টেস্ট ম্যাচ চলছিল। ভারত প্রথম দিনে ব্যাট করছিল আর মাঠে ছিল ১০০০ লোক।'
এটা আরো বিস্মিত হওয়ার ব্যাপার কেন সেটা ব্যাখ্যা করে গাম্ভির বললেন, 'ভাবুন একবার। বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মন খেলছেন। আর মাঠে মোটে ১০০০ মানুষ।' ভারতের সিনিয়র এই ওপেনার কথাগুলো বলছিলেন ঐতিহাসিক বরিয়া মজুমদারের 'ইলেভেন গডস অ্যান্ড বিলিয়ন ইন্ডিয়ান্স' বইয়ের উন্মোচনের অনুষ্ঠানে।

৫৮টি টেস্ট আর ১৪৭টি ওয়ানডে খেলা গাম্ভির আইসিসির সাবেক বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। তিনি মনে করেন, টেস্টের আগে সীমিত ওভারের ক্রিকেট খেললে তাতে লাভ হয় সামান্যই। জুনের ইংল্যান্ড সফরে ভারত আগে খেলবে তিন টি-টুয়েন্টি ও তিন ওয়ানডের সিরিজ। এরপর ৫ টেস্টের সিরিজ।
গাম্ভির এই প্রসঙ্গেই বলছিলেন, 'টেস্টে লাল বলে খেলা একেবারে ভিন্ন সাদা বলের চেয়ে। তিন টি-টুয়েন্টি ও ৩ ওয়ানডে থেকে এই ইঙ্গিত মেলে না যে টেস্টের জন্য আপনি কতোটা ভালোভাবে প্রস্তুত হতে পারবেন।'
সূত্র : স্পোর্টসস্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়