শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০২:৫৬ রাত
আপডেট : ১৮ মে, ২০১৮, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনার গাইড লাইন হিসেবে কাজ করবে ঢাকা ঘোষণা: স্পিকার

তরিকুল ইসলাম সুমন :  প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। শেষ দিনে ৯ দফা কর্ম-পরিকল্পনাসহ ঢাকা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা প্রকাশ করা হয়।

সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে প্রথমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, এমপির কাছে ঘোষণার কপি হস্তান্তর করা হয়। মন্ত্রী পরে এ ঘোষণার কপি অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছে হস্তান্তর করেন।

প্রধান অতিথি বাংলাদেশের সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এ ঘোষণাকে অত্যন্ত কার্যকর ঘোষণা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আগামী দিনের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় গাইড লাইন প্রণয়নে এ ঘোষণা পথনির্দেশক হিসেবে কাজ করবে।

ঢাকা ঘোষণার মধ্যে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা, জরিপ, প্রতিবন্ধী বান্ধব সরকার, প্রতিবন্ধীদের জন্য বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধি, পরস্পর তথ্য আদান-প্রদান, প্রতিবন্ধীদের জন্য উন্নত কর্ম-পরিবেশ সৃষ্টি ইত্যাদির উপর গুরুত্বারোপ করা হয়। ঘোষণায় আরো বলা হয়েছে, আগামী ২০২১ সালের মধ্যে অন্তত ২০টি দেশ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য উন্নত কর্ম-পরিবেশ ও জীবন যাপনের পরিবেশ সৃষ্টিতে কাজ করবে। সম্মেলনে ২০১৫ সালের ৮-দফা ঢাকা ঘোষণার অগ্রগতি উল্লেখ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পাপুয়া নিউগিনির ইন্টার-গভর্নমেন্ট রিলেশন বিষয়ক মন্ত্রী কেভিন ইসিফু, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, প্রোগ্রাম কমিটির আহ্বায়ক সত্যব্রত সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক ফোকাল পয়েন্ট সায়মা হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়