শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ১৮ মে, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক ১০

সুজন কৈরী : রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৯৩ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। আটককৃতরা হলো- মো. শহিদুল ইসলাম মো. আব্দুল খালেক ওরফে আকাশ, মো. মোরসালীন, মো. জুয়েল, মো. তোফাইল আহম্মেদ, ঝুমুর আক্তার, মো. জসিম, আদিব ও জোসনা বেগম।

বৃহস্পতিবার ও বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক, তেজগাঁও শিল্পাঞ্চল, খিলগাঁও ও নীলক্ষেত এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল সারওয়ার-বিন-কাশেম বলেন, বৃহস্পতিবার ভোরে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের ৩ নম্বর রোডের ৬৫১/৬৫২ বাড়ীর ২য় তলা থেকে শহিদুল ও আকাশকে ৫০ হাজার ১২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৫ টি মোবাইল ফোনসেট, ২টি মানিব্যাগ ও ইয়াবা বিক্রির ২১ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ১ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, শহিদুল ফেব্রিক্স ব্যবসার সঙ্গে জড়িত। পুরান ঢাকার ইসলামপুরে তার নিজস্ব ফেব্রিক্সের দোকান ছিল। মূলত সে গাউছিয়া হতে ফেব্রিক্স পণ্য ক্রয়ের পর ইসলামপুরে পাইকারী মূল্যে বিক্রয় করত। তিনি ফেব্রিক্সের ব্যবসার অন্তরালে স্বল্প সময়ে অধিক অর্থের আশায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তিনি গত ২ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আর আটক আকাশ বসুন্ধরার ওই ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে থেকে মাদক ট্রানজিট ও বিতরণের জন্য ব্যবহার করছে। তিনি পেশায় একজন গাড়ী চালক। আটক শহিদুলের প্রাইভেটকার চালক হিসেবে নিয়োজিত। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান সংগ্রহের পর বসুন্ধরার ওই ফ্লাটে নিয়ে যান। সেখান থেকে প্রাইভেটকারের মাধ্যমে রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মূল্যে সরবরাহ করতেন। আকাশ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কাজে জড়িত। এ কারণে ইতিপূর্বে ৩ বার পুলিশ তাকে গ্রেফতার করে। তার নামে টঙ্গী থানায় ২ টি এবং উত্তরা পূর্ব থানায় ১ টি মাদকের মামলা রয়েছে। বর্তমানে জামিনে আছে।

র‌্যাব-২ এর সিনি. এএসপি ও সিনি. সহকারি পরিচালক (মিডিয়া) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, বুধবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড়ে অভিযান চালিয়ে ৪৩ হাজার পিস ইয়াবাসহ মো. মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে বর্তমান যুব সমাজে ইয়াবার ব্যপক চাহিদা রয়েছে। এ কারণে চড়া দামে বিক্রয়ের উদ্দেশ্য তিনি কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহের পর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে দীর্ঘদিন থেকে সরবরাহ করে আসছেন।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বুধবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকা অভিয়ান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ৩ জনকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একইদিন দিবাগত রাত দেড়টার দিকে খিলগাঁওয়ের রসুলবাগ এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় আরো ৩জনকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এদিকে নীলক্ষেতের বাবুপুরার সহকারি কমিশনারের (ভূমি) অফিসের সামনে থেকে জোসনা বেগম নামের এক মাদক ব্যবসায়ীকে ৫শ’ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির রমনা সার্কেলের পরিদর্শক কামরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়