শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ১২:২২ দুপুর
আপডেট : ১৮ মে, ২০১৮, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট ক্রিকেটে অনেক পরিবর্তন আনছে আইসিসি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে মেতেছে ক্রিকেট। সে টানে ১০০ বলের ক্রিকেটও ছুটে আসছে। এ অবস্থায় টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সবাই। টেস্টের আবেদন বাড়াতে, নতুন প্রজন্মের কাছে টেস্টকে অন্যভাবে পরিচিত করতে চাচ্ছে আইসিসি। সে কারণেই নতুন অনেক নিয়মের আবির্ভাবের চিন্তাভাবনা চলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্মও সেই চিন্তা থেকে।

অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি ২৮ ও ২৯ মে মুম্বাইয়ের এক বৈঠকে বসবে। ক্রিকেট কমিটির সেই সভায় আলোচনা হবে আইসিসির প্রস্তাবিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পর শুরু হতে যাওয়া এই টেস্ট চ্যাম্পিয়নশিপে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দেশ ২৭টি দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেবে।

ক্রিকেট কমিটি মুম্বাইয়ের সভায় বসে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেইং কন্ডিশন ঠিক করবে। প্লেইং কন্ডিশনে বেশ কিছু সংস্কারও থাকতে পারে। এর অন্যতম হচ্ছে সেখানে (টেস্ট চ্যাম্পিয়নশিপে) টস থাকবে কি থাকবে না। এ ছাড়া পয়েন্ট পদ্ধতি আর উইকেটের নির্দিষ্ট মান বেঁধে দেওয়ার বিষয়ে আলোচনা হবে এখানে। ক্রিকেট কমিটির এ সিদ্ধান্তগুলো পরে জুনে ডাবলিনে আইসিসির নির্বাহী সভায় অনুমোদিত হবে। ক্রিকেট কমিটি যে বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে, সেগুলো এক নজরে দেখে নেওয়া যাকÑ

দিবারাত্রি টেস্ট
আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে দিবারাত্রির টেস্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। কারণ হিসেবে তারা বলেছে ‘প্রস্তুতিহীনতা’র কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এক সিরিজে ফ্লাডলাইটের আলোয় দিবারাত্রির টেস্ট খেলার যথাযথ প্রস্তুতি নেইÑভারতের অজুহাত এটিই। কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এমনি করার উপায় রাখবে না ক্রিকেট কমিটি। স্বাগতিক ক্রিকেট বোর্ড ইচ্ছা করলেই সিরিজে দিবারাত্রির টেস্ট আয়োজন করতে পারে। একাধিক দিবারাত্রির টেস্ট আয়োজন করতেই কেবল প্রয়োজন হবে সফরকারী দলের সম্মতির। তবে সিরিজে দিবারাত্রির টেস্ট থাকলে সফরকারী দলকে অবশ্যই একটি দিবারাত্রির প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে।

টস
টস নিয়ে নতুন করে ভাবছে আইসিসি। ক্রিকেট কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, স্বাগতিক দল হোম কন্ডিশনের যে সুবিধা নিয়ে থাকে, তা কমাতেই টস প্রথা তুলে দেওয়ার কথা ভাবছে আইসিসির কমিটি। ঘরের মাঠে যে দল খেলবে, তারা টস জিতলে প্রতিপক্ষ দলের তুলনায় অনেক বেশি সুবিধা পেয়ে থাকে। এই বৈষম্য কমাতেই টস প্রথা তুলে দেওয়ার কথা উঠেছে।

উইকেটের নির্দিষ্ট মানদ-
গত কয়েক বছরে অনেক দেশেরই উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সফরকারী দলকে অসুবিধায় ফেলতে কিংবা হোম কন্ডিশনের সুবিধা নিতে রীতিমতো বাজে উইকেট বানানোর হিড়িক পড়েছে। সম্প্রতি বেশ কিছু টেস্টের উইকেটকে ‘বাজে’ রেটিং দিয়েছে আইসিসি। ক্রিকেট কমিটি ভাবছে, এমন একটা নিয়ম করতে যেখানে বাজে উইকেট বা আউট ফিল্ডের কারণে যদি কোনো ম্যাচ পরিত্যক্ত হয়, কিংবা উইকেটকে যদি ম্যাচ রেফারি ‘বাজে’ রেটিং দেন, তাহলে সে ম্যাচে সফরকারী দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

পয়েন্ট পদ্ধতি
টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর স্থান নির্ধারিত হবে পয়েন্টের ভিত্তিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনালে। আইসিসির ক্রিকেট কমিটির সভায় টেস্ট চ্যাম্পিয়নশিপ দলগুলোকে কীভাবে পয়েন্ট দেওয়া হবে, সেটা নিয়ে একটা সিদ্ধান্তে আসা হবে। প্রতিটি টেস্ট জিতলে কত পয়েন্ট, সিরিজ জিতলে কত, ড্র হলে কত, সিরিজ অমীমাংসিত হলে কতÑএসবই ঠিক হবে মুম্বাইয়ের বৈঠকে।
টেস্টগুলো চার দিনের না পাঁচ দিনের
ক্রিকেট কমিটি চাচ্ছে প্রতিটি টেস্টই পাঁচ দিনের করতে। সিরিজে দুটি টেস্টের মাঝখানে কমপক্ষে তিন দিনের বিরতি রাখা বাধ্যতামূলক করার ব্যাপারেও সিদ্ধান্ত হবে।

বল
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিপক্ষীয় সিরিজগুলোতে স্বাগতিক দেশের পছন্দের ব্র্যান্ডের বল ব্যবহৃত হবে। ফাইনাল হবে যে দেশে, সে ম্যাচে সেই দেশের পছন্দের ব্র্যান্ড ব্যবহারের নির্দেশনা আসছে আইসিসির ক্রিকেট কমিটির সভায়।
ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়