শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ১২:০৫ দুপুর
আপডেট : ১৮ মে, ২০১৮, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুম শেষেই জুভেন্টাসকে বিদায় বলে দেবেন বুফন

স্পোর্টস ডেস্ক : পার্মা থেকে ২০০১ সালে বুফনকে ৫২ মিলিয়ন ইউরোয় কিনেছিল জুভেন্টাস। গোলরক্ষকদের মধ্যে এটাই ট্রান্সফারের বিশ্ব রেকর্ড। ১৭ বছর পর জিয়ানলুইজি বুফন যখন জুভেন্টাস ছাড়ছেন, রেকর্ডটা তখনো অমলিন।
ঠিকই পড়েছেন। জুভেন্টাস ছাড়ার ঘোষণাই দিয়েছেন বুফন। শনিবার ভেরোনার বিরুদ্ধে সিরি আ-তে শেষ ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন জুভেন্টাস। এই ম্যাচ দিয়েই ‘তুরিনের ওল্ড লেডি’দের সঙ্গে দেড় দশকের বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করবেন বুফন। তবে হাতের গ্লাভস জোড়া এখনই খুলে রাখছেন না এ ফুটবলার। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও কিছুদিন সময় নেবেন।

জুভেন্টাস ছেড়ে যাওয়া প্রসঙ্গে বুফন বলেন, ‘শনিবার জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচটা খেলব। একটি রোমাঞ্চকর অভিযাত্রার সমাপ্তি টানার এটাই সেরা উপায়।’ ভেরোনার বিরুদ্ধে এই ম্যাচটা শেষে ‘স্কুদেত্তো’ জয়ের উৎসব করবে জুভেন্টাস। সেই উৎসবে বুফন যে মধ্যমণি হবেন, তা বলাই বাহুল্য।

চ্যাম্পিয়নস লিগ থেকে জুভেন্টাস ছিটকে পড়ার পর ইতালির চিরসবুজ এই গোলরক্ষক অবসরের সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। কিন্তু ‘আকর্ষণীয় কিছু প্রস্তাব’ তাকে অবসরের সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে। বুফন নিজেই বলেছেন, ‘কিছুদিন আগপর্যন্তও জানতাম খেলা ছেড়ে দেব। কিন্তু এখন সামনে কিছু আকর্ষণীয় প্রস্তাব রয়েছে।’

বিবিসি জানিয়েছে, মাঠ ও মাঠের বাইরের দায়িত্ব নেওয়ার কয়েকটি প্রস্তাব পেয়েছেন বুফন। অর্থাৎ সম্ভবত অন্য কোনো ক্লাবের গোলরক্ষক কিংবা কোচিংয়েও নেমে পড়তে পারেন। তবে ‘জুভ’দের হয়ে ১১ বার সিরি ‘আ’ জয়ী বুফন জানিয়েছেন, অন্য কোনো ইতালিয়ান ক্লাবে যোগ দেবেন না তিনি।

জুভেন্টাস সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেল্লিও বুফনের যেকোনো সিদ্ধান্তের সঙ্গেই আছেন। অ্যাগনেল্লির উক্তি, ‘সে যে সিদ্ধান্তই নিক না কেন, আমার পূর্ণ সমর্থন পাবে। মাঠে ও মাঠের বাইরে সে অনেক প্রস্তাব পেয়েছে।’ প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়